আজই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের বেশ কিছুটা অংশে অগ্রসর হয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। ফলে আগামী ১ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে। ২৮ তারিখ থেকে আমাদের রাজ্যের বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়বে। আগামী ২৮, ২৯ এবং ৩০ তারিখ আমাদের রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে।