বুধবার থেকে দক্ষিণবঙ্গে হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশ থাকবে মেঘলা। উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন বিহারের কাছে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর পশ্চিমে সরবে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব পড়বে। পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় বৃষ্টি হবে। দু একজায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। ১৭ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে। ১৫ ও ১৬ তারিখ কলকাতা ও আশপাশের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। তবে অল্প। ১৯ থেকে ২১ তারিখ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।