পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা বর্তমানে উত্তর অন্ধপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আজ অর্থাৎ বুধবার এবং আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের ৫টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে আগামী ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।