আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী এক সপ্তাহ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকবে। আজ উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়বে। সাংবাদিক বৈঠক জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।