সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। পাশাপাশি একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করছে। যার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। কেবলমাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে। অন্যদিকেও উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এবং বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।