আজ থেকে আগামী ৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে আজ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। এবং আগামী ২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের কমলার সর্তকতা জারি থাকছে। কলকাতার ক্ষেত্রেও আগামী ৫ তারিখ পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ এবং বিকেলের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।