মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এবং বাংলায় ব্রেক মনসুন পরিস্থিতি চলছে। যে কারণে আমাদের রাজ্যের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি রয়েছে। আজ অর্থাৎ ৫ তারিখ থেকে আগামী ৮ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর আগামী ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এবং উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলবে। কেবলমাত্র নদিয়া ও উত্তর ২৪ পরগণায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।