গতকালকে নিম্নচাপ আজ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে সেটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে বিরাজ করছে। যা এই মুহূর্তে দীঘা থেকে উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার দূরে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে দুই মেদনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়াতে। তবে কলকাতাতে এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। ফলে দীঘা, মন্দারমনি এবং গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।