আগামী ২৮ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে ২৯ তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, কারণ আগামী ৩০ তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটি শক্তি বাড়িয়ে পরবর্তীতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এমনটাই জানালে পুরো আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।