ক্রমেই এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পাশাপাশি এই মুহূর্তে পূর্ব-পশ্চিম বিস্তৃত একটি অক্ষরেখা পাঞ্জাব ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে সপ্তাহ জুড়েই আমাদের রাজ্যে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ দুই বঙ্গের বেশ কিছু জেলাতেই কমলা সতর্কতা জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে ৪ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।