আজ থেকে আগামী ১৭ এপ্রিল সকাল পর্যন্ত দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা। জারি রয়েছে কমলা সতর্কতা।