তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলিতে জারি তাপপ্রবাহের সতর্কতা। তিন জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতাও। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতে তাপপ্রবাহের সঙ্গে উষ্ণ রাত্রিরও সম্ভাবনা থাকছে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ প্রধানত শুষ্কই থাকবে। তবে তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, আগামী ২৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হতে পারে।