ফের দক্ষিণবঙ্গের বৃষ্টির ভ্রুকুটি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এমনটাই জানিয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে আমাদের উপকূলের জেলা দুই ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, হাওড়াতে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে। এর ফলে আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।