হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই নেমে আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, এমন আশঙ্কাই তৈরি হয়েছে। আপাতত মধ্য আন্দামান সাগরে নিম্নচাপ হিসেবে তা অবস্থান করছে। ২ তারিখ পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার প্রভাবে ৩ তারিখ থেকে রাজ্যের উপকুলবর্তী জেলা দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় অল্প বৃষ্টি শুরু হবে।