পশ্চিমী ঝঞ্ঝার কারণে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাত থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সেইদিক থেকেই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের রাজ্যে প্রবেশ করবে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলায় আজ থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে। তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার থেকে শুক্রবার, কলকাতায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।