ঠান্ডা ফিরছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়েই সে ফিরছে বলে জানাল আবহাওয়া দফতর। এদিকে, শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামিকাল, রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তার পর চার দিন বৃষ্টি-বাদলের পূর্বাভাস নেই। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ কমবে।