বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। সেটই ধীরে ধীরে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৫ তারিখ সন্ধ্যাবেলায় একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। দক্ষিণ বঙ্গোপসাগরে মাঝ বরাবর এটি তৈরি হয় । আগামী ২০ তারিখ নাগাদ একটা গভীর নিম্নচাপে পরিণত হবে। ২১ তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এটি আন্দামানে সংলগ্ন জায়গায় অবস্থান করবে।