এই মুহূর্তে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা উপকূলে বিরাজ করছে। এর ফলে আগামী ৯ থেকে ১১ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। পাশাপাশি উপকূলের জেলাগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও চলতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী ১০ ও ১১ তারিখ সকালের দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, দু এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। ১২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন হালকা বৃষ্টি চলবে। তাপমাত্রাও খানিকটা বাড়বে। মৎস্যজীবীদের আপাতত আগামী ১১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।