আজ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী ২০ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী ২৩ এবং ২৪ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পুজোর সময় অর্থাৎ আগামী ২১ থেকে ২৪ তারিখ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।