রাজ্যের মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়কে SSC দুর্নীতি মামলা নিয়ে জেরার মধ্যেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। একটি কাগজের সূত্র ধরে ED অর্পিতা মুখোপাধ্যায়ের খোঁজ পায়। এরপর অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখানে তাঁর শয়নকক্ষ থেকে দু'টি টাকার বস্তা উদ্ধার করে তারা। বস্তা বোঝাই কোটি কোটি টাকা স্তুপের আকার নেয়। প্রাথমিকভাবে ২০ কোটি টাকা আছে বলে আন্দাজ করে কেন্দ্রীয় তদন্তকারী দল। পরে রাতভর টাকা গণনার পর তা ২১ কোটি ছাড়িয়ে যায়। পাশাপাশি উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার সোনার গয়না, দু'টি ফ্ল্যাট ও বাড়ির হদিশ মেলে। কোথা থেকে এত টাকা এল খতিয়ে দেখছে ইডি।