বিয়ে বাড়িতে গান বন্ধ করানোর জন্য ১৩ জনকে খুন করেছে তালিবানরা। এমনটাই দাবি করলেন আফগানিস্তানের প্রাক্তন উপ রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। (সব ছবি-AP)
ট্যুইট করে কার্যত এই বিস্ফোরক দাবি করেন তিনি। সালেহ বলেন, আমরা শুধুমাত্র নিন্দা করে আমাদের ক্ষোভ প্রকাশ করতে পারি না।
পাকিস্তানে নানগারহার এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে তালিবানদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও কিছু বলা হয়নি।
আফগানিস্তানের দখল তালিবানদের হাতে যাওয়ার পরেই সঙ্গীতশিল্পীদের উপর একাধিকবার হামলার ঘটনা হয়েছে।
আগস্ট মাসেই তালিবানরা সঙ্গীত ও টিভি চ্যানেলে মহিলাদের আওয়াজ নিষিদ্ধ করার কথা জানিয়ে দেয়।
সেপ্টেম্বরে আফগানিস্তানের ন্যাশনাল মিউজিক ইনস্টিটিউট বন্ধ করে দেয় তালিবানরা।
শুধু এগুলোই নয়, এর আগেও আফগানিস্তানে একাধিক ঘটনায় শিরোনামে এসেছে তালিবানরা।
নতুন করে এই ঘটনার কথা সামনে আসায় স্বাভাবিক ভাবেই উৎকন্ঠা বাড়ছে বিভিন্ন মহলে।