Advertisement

বিশ্ব

ঘুম থেকে উঠে ই-মেল দেখেই চমকে গেলেন ব্যবসায়ী; জিতলেন প্রায় ৭৫ কোটি টাকা!

সুদীপ দে
  • 23 Jan 2021,
  • Updated 3:09 PM IST
  • 1/8

করোনা মহামারি, লকডাউনের জেরে ২০২০ সাল সে ভাবে কারও ভাল যায়নি। কাজ হারিযে বেকার হয়ে গিয়েছেন অনেকে অনেকরই আয় কমেছে, সঞ্চয় ফুরিয়েছে এই বিপর্যয়ে।

  • 2/8

কিন্তু ২০২১ পড়তেই ভাগ্য যে এ ভাবে বদলে যাবে তা কখনও কল্পনাও করতে পারেননি এই ব্যবসায়ী। শুক্রবার মাঝরাতে (রাত ২টো নাগাদ) নিজের ই-মেল চেক করতে গিয়ে চোখ কপালে ওঠে তাঁর। কারণ, ই-মেলে দেখেন, কোনও প্রত্যাশা ছাড়াই কেনা সামান্য টাকার লটারির টিকিটে তিনিই প্রথম পুরস্কার জিতেছেন!

  • 3/8

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক ব্যবসায়ীর ভাগ্য এ ভাবেই বদলে গেল যে তিনি অনায়াসেই বেশ কয়েকটি বাড়ি, একাধিক বিলাসবহুল গাড়ি কিনতে পারেন।

  • 4/8

অস্ট্রেলিয়াযর ব্রিসবেনের স্যান্ডগেটে বসবাসকারী ওই ব্যবসায়ী Powerball লটারিতে ১ কোটি ডলারের Jackpot জিতেছেন তিনি। ভারতীয় মূদ্রায় যা প্রায় ৭৩ কোটি টাকার সমান!

  • 5/8

সংবাদ মাধ্যমকে ব্রিসবেনের স্যান্ডগেটে বসবাসকারী ওই ব্যক্তি জানান, কিছুদিন ধরেই লটারিতে টাকা ঢালছিলেন তিনি। কিন্তু কখনওই ভাবেননি যে তিনি Powerball লটারিতে ১০ মিলিয়ন ডলারের প্রথম পুরস্কার জিতে যাবেন।

  • 6/8

কী করবেন এখন এতগুলো টাকা নিয়ে! অস্ট্রেলীয় ব্যবসায়ী জানান, কোটিপতি হয়েও পেশা বদলাচ্ছেন না তিনি। কারণ, তাঁর মতে লটারিতে এই ভাবে বার বার Jackpot পাবেন না তিনি। তাই কাজ ছেড়ে দেওয়া বা পেশা বদলের কোনও প্রশ্নই নই!

  • 7/8

তাহলে এখন এতগুলো টাকা নিয়ে কী করবেন! স্যান্ডগেটের ওই ব্যক্তি জানান, বাবা-মায়ের জন্য বাড়ি কিনবেন তিনি। আরও অনেক কাজ হয়তো করতে হবে। তবে এখনই কিছু ভেবে উঠতে পারেননি তিনি, সংবাদ মাধ্যমকে জানান ওই ব্যবসায়ী।

  • 8/8

শুধু ব্রিসবেন স্যান্ডগেটের এই ব্যবসায়ীর ভাগ্যই নয়, ২০২০ সালেও দেশজুড়ে বহু মানুষ কোটি কোটি টাকা জিতেছেন এই Powerball লটারিতে। গত বছর পুরস্কার বাবদ মোট অঙ্কের পরিমাণ ছিল প্রায় ৪৭০ মিলিয়ন ডলার!

Advertisement
Advertisement