মহাকাশের 'শয়তান'। যার থেকে নির্গত শক্তি সূর্যের চেয়ে কয়েক কোটি গুণ বেশি। একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবে। এক সেকেন্ডে এই নক্ষত্র যতটা শক্তি নির্গমন করে ততটা সূর্য এক লক্ষ বছরে করে। এটি একটি ম্যাগনেটিক নক্ষত্র। বলা হয়, ম্যাগনেটার। (ছবি গেটি)
এই নক্ষত্রের নাম GRB2001415। মহাকাশে এতটা শক্তি এই তারা নিঃসরণ করেছে যে বহু নক্ষত্র কেঁপে উঠেছে। এই ধরনের কম্পনকে 'নক্ষত্র ভূমিকম্প' (Starquake) বলে। সূর্যের চেয়েও কয়েকগুণ বেশি উজ্জ্বল। এখনও বেশি তথ্য জোগাড় করতে পারেননি বিজ্ঞানীরা। কারণ এটি কয়েক যোজন আলোক বর্ষ দূরে। কিন্তু এর উগরে দেওয়া ফুটন্ত লাভা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।
(ছবি- নাসা)
স্প্যানিশ জার্নাল রুভিডে (Ruvid) প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ম্যাগনেটার এক সেকেন্ডে যতটা শক্তি উৎপন্ন করতে পারে সেটা সূর্য এক লক্ষ বছরে করে। এই ধরনের নক্ষত্রকে নিউট্রন বলে। বড় নক্ষত্রের জীবনকালের শেষে নিউট্রনের জন্ম হয়। তারা সুপারনোভাতে পরিণত হওয়ার সময় তার কেন্দ্রে থাকা প্রোটোনস ও ইলেকট্রন ভেঙে যায়। তা মহাকাশেই ঘুরতে থাকে। এতে ভয়ঙ্কর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়।(ছবি গেটি)
নাসার তথ্য অনুযায়ী, নিউট্রন নক্ষত্র ১.৩ থেকে ২.৫ সোলার মাসের সমান হয়। একটি সোলার মাস অর্থাৎ সূর্যের ওজনের সমান। নিউট্রনের মধ্যে থাকা পদার্থের ঘনত্ব এতটাই যে চিনির কিউবের মতো হলেও ওজন ১০০ কোটি টন হয়। চৌম্বকীয় শক্তির সঙ্গে পাল্লা দিতে পারে না ১০০০ হাইড্রোজেন বোমাও। (ছবি গেটি)
এক হাজার নিউট্রন নক্ষত্রের মতো শক্তিশালী হয় ম্যাগনেটার। এই নক্ষত্রের সামনেও সূর্য নস্য়ি। কোনও ম্যাগনেস্টার থেকে লাভা উদগীরন না হলেও তা সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ উজ্জ্বল হবে- এমনটাই মত স্প্যানিশ গবেষক অ্যালবার্ট জে-র। (ছবি গেটি)
UV ইমেজ প্রসেসিং ল্যাবোরেটরির ডিরেক্টর এবং ম্য়াগনেস্টার গবেষক ভিক্টর রেগলেরি জানিয়েছেন,স্কল্পটর গ্যালাক্সিতে রয়েছে এই নক্ষত্র। এটি চলন্ত আকাশগঙ্গা। পৃথিবী থেকে ১.৩০ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। এই নক্ষত্র মহাকাশের শয়তান। (ছবি গেটি)
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও অ্যাটমস্ফিয়ার স্পেন ইন্টারকশন মনিটর দিয়ে এই নক্ষত্রের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। জানা গিয়েছে, ০.১৬ সেকেন্ডের জন্য ফুটন্ত লাভা নির্গত করে এই নক্ষত্র। তবে তা ভয়ঙ্কর। (ছবি গেটি)
একবছর ধরে গবেষণা করেছেন গবেষকরা। তাঁরা জানতে পেরেছেন, এই নক্ষত্রের চৌম্বকীয় ক্ষেত্র এতটাই শক্তিশালী যে আশাপাশে থাকা নক্ষত্ররা চরকির মতো পাক খাচ্ছে। যে কোনও সময় সংঘর্ষ হতে পারে। (ছবি গেটি)
এখনও পর্যন্ত ৩০টি ম্যাগনেটারের খোঁজ করেছেন বিজ্ঞানীর। নিউট্রন নক্ষত্র ৩ হাজার। (ছবি গেটি)