Advertisement

বিশ্ব

Bhutan Tourism: ট্যুরিস্ট কই? ডেভেলপমেন্ট ফি এবার অর্ধেক করল ভুটান

Aajtak Bangla
  • থিম্পু,
  • 31 Aug 2023,
  • Updated 6:17 PM IST
  • 1/8

কোভিড মহামারী পরবর্তী পর্বে ভুটানে পর্যটক পিছু বিশাল হারে টুরিস্ট ফি চাপিয়েছিল সে দেশের সরকার। কিন্তু, এবার সেই ফি এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল ভুটান।

  • 2/8

জানা গিয়েছে, এবার থেকে পর্যটকদের দৈনিক ফি ১০০ ডলার করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় যা ৮ হাজার ২৬১ টাকা। আগে গ্লোবাল ট্যুরিস্টদের ক্ষেত্রে এই ফি ছিল দ্বিগুণ। দৈনিক ২০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৬ হাজার ৫২৩ টাকা।

 

 

  • 3/8

কোভিডের সময় নতুন করে ফি ধার্য করা হয়েছিল। তাতে পর্যটকের সংখ্যা কমে যায়। তারপর গত জুন মাসে ভুটানের পর্যটন বিভাগ পর্যটন ফি নীতি বদলেছিল। ঘোষণা করা হয়েছিল, যাঁরা আটদিনের জন্য ভুটানে বেড়াতে যাবেন তাঁদের প্রথম চারদিনের ট্যুরিস্ট ফি দিলেই হবে। আগামী চারদিনের ফি মকুব করবে ভুটান সরকার। আবার যারা ১২ দিনের কর দেবেন, তাঁদের জন্য বাকি গোটা মাসের ফি মকুব করা হবে।

 

  • 4/8

কোভিড নিষেধাজ্ঞা উঠে যেতেই গ্লোবাল পর্যটকদের দৈনিক ফি ৬৫ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ২০০ মার্কিন ডলার করা হয়েছিল। ডেভলপমেন্ট ফি হিসেবে ধরা হয়েছিল। তারপরেও পর্যটনে হাল ফেরেনি। এবার সেই বাড়তি ফি এবার কমিয়ে আনল ভুটান সরকার। আরও বেশি করে বিদেশি ট্যুরিস্টকে পর্যটনে আকৃষ্ট করতেই এই সিদ্ধান্ত ভুটান সরকারের। জানা গিয়েছে, মাথাপিছু ১০০ ডলার ধার্য হবে সেপ্টেম্বর মাস থেকে।

  • 5/8

তবে এই সংশোধিত কর নীতি প্রয়োগ করেও সেভাবে গ্লোবাল ট্যুরিস্ট টানতে পারেনি ভুটান সরকার। জানা গিয়েছে, গত জানুয়ারি থেকে ৫৬ হাজারের বেশি বিদেশি পর্যটক ভুটানে বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে ভারতীয়দের সংখ্যাই প্রায় ৪২ হাজার।

  • 6/8

ফলে নতুন করে ট্যুরিস্ট ফি কমানোয় পর্যটকদের সংখ্যা বাড়বে বলেই মনে করছে ভুটান প্রশাসন। সে দেশের পর্যটন দফতরের তরফে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভুটানে বেড়াতে আসেন। বাড়তি ফি কমানোয় পর্যটকদের সংখ্যা বাড়বে বলেই তাঁরা আশাবাদী।

  • 7/8

ভুটানে ট্যুরিস্ট ফি-র আওতায় পড়ত থাকা-খাওয়ার খরচ, ভুটানের মধ্যেই ঘোরাফেরা, পর্যটকদের জন্য গাইড, নন অ্যালকোহলিক পানীয়, পর্যটনস্থলে এন্ট্রি ফি, পর্যটন শুল্ক বাবদ ৬৫ ডলার এবং বুনিয়াদি উন্নয়ন খাতের নির্দিষ্ট ফি। আগে এই বিষয়টিকে বলা হত ভুটান সরকারের রয়্যালটি। এছাড়াও থাকত পর্যটকদের ট্যুরিস্ট ভিসা।

  • 8/8

এর আগে 'স্থানীয় পর্যটকরা' ভিসা ছাড়াই ভুটানে ঘুরতে যাওয়ার সুযোগ পেতেন। ভুটানের কাছে এই স্থানীয় পর্যটকরা হলেন বাংলাদেশ, মালদ্বীপ এবং ভারতীয়রা। 'পকেট ফ্রেন্ডলি' এই পর্যটন স্থল তাই ভারতীয়দের কাছে অন্যতম ফেভারিট ডেস্টিনেশন। দেশের ইকোলজি বজায় রাখতে গ্লোবাল ট্যুরিস্টদের জন্য এবার ফি কমিয়ে আনা হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement