Advertisement

বিশ্ব

Corona-র নয়া ভ্যারিয়েন্টের হদিশ, কাজে দেবে না ভ্যাকসিনও!

Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Aug 2021,
  • Updated 8:57 PM IST
  • 1/7

Covid-এর কারণে গোটা বিশ্ব এখন চিন্তিত। ভারতও তার ব্য়তিক্রম নয়। এদেশে দ্বিতীয় ঢেউ চলছে। তারই মধ্যে পাওয়া গেল খারাপ খবর। গবেষকরা সন্ধান পেলেন করোনার নতুন ভ্যারিয়েন্টের। 

  • 2/7

এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকা-সহ একাধিক দেশে। গবেষকদের একাংশের মতে, এই ভ্যারিয়েন্ট আগেরগুলোর থেকেও শক্তিশালী। ফলে ভ্যাকসিন কাজে দেবে কি না তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা। 

  • 3/7

দক্ষিণ আফ্রিকার  National Institute for Communicable Diseases বা NICD-র দাবি, গত মে মাসে C.1.2 ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়। এরপর তা ছড়িয়ে পড়ে ইংল্যান্ড, কঙ্গো, নিউজিল্যান্ড, পর্তুগালের মতো দেশে। ওই দেশগুলিতে অগাস্টে  এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। 
 

  • 4/7

এই ভ্যারিয়েন্টকে নিয়ে কেন চিন্তিত গবেষকরা? তাঁরা জানাচ্ছেন, এই ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার শক্তি আগের ভ্যারিয়েন্টগুলোর থেকে অনেক বেশি। আর তাই এটি বেশি মাত্রায় ছড়িয়ে পড়লে ভ্যাকসিন কাজ নাও করতে পারে। 

  • 5/7

গবেষকদের চিন্তায় ফেলেছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার। তাঁরা জানাচ্ছেন, দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। মে মাসে সংক্রমণের হার ছিল মাত্র ০.২ শতাংশ। সেখানে জুলাইয়ে এই হার ছাড়িয়েছে ২ শতাংশ।

  • 6/7

গবেষকদের একাংশের আরও দাবি, এই ভ্যারিয়েন্ট সংক্রমণযোগ্য হতে পারে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেহেতু স্পাইক প্রোটিনে অনেকগুলি মিউটেশন রয়েছে, তাই এটি প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা পেতে পারে। 

  • 7/7

এক্ষেত্রে উপায়? মহামারি বিশেষজ্ঞদের দাবি, ভ্যাকসিনেশন ও করোনা সতর্কতার উপর জোর দিতেই হবে। ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের জন্য কাজ না করলেও সতর্কতা মেনে চললে সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে। 

Advertisement
Advertisement