থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এই প্রথম সরাসরি বৈঠকে বসলেন ভারত ও বাংলাদেশের শীর্ষ দুই নেতা।
বৈঠকের শুরুতেই মোদী ও ইউনূসের মধ্যে করমর্দন হয়, এরপর শুরু হয় আলোচনা।
বৈঠকের আগের দিন বিমসটেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি বসেছিলেন মোদি ও ইউনূস, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা।
বাংলাদেশের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে চিঠি লিখে পারস্পরিক সংবেদনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই নেতা হাসিমুখে ছবি তোলেন। মোদীকে একটি ছবি উপহার দিলেন ইউনূস। ছবিটি হল ২০১৫ সালের ৩ জানুয়ারি মোদী ও ইউনূসের প্রথম সাক্ষাতের। ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর মহম্মদ ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি চিনে গিয়ে উত্তর-পূর্ব ভারতকে ‘ল্যান্ডলকড’ বলে মন্তব্য করেন ইউনূস, যা ভারত সরকার ও অসমের মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এদিন এক্স হ্যান্ডেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, মঠের সাধুদের গ্রেফতার ও মন্দির ভাঙচুর নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।
ভারত-বাংলাদেশের টানাপোড়েনের মধ্যে মোদী-ইউনূসের বৈঠক কি নতুন কোনও বার্তা দিচ্ছে? ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা নিয়ে ক্রমেই কৌতূহল বাড়ছে দুই দেশের মানুষের।