হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোথায় থাকবেন তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। জলঘোলাও হয়েছিল বিস্তর। তবে এবার ওয়াশিংটন ছেড়ে ফ্লোরিডার বিলাসবহুল রিসোর্টে মেলানিয়াকে নিয়ে উঠলেন ট্রাম্প।
প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার বাইডেনের শপথ নেওয়ার ঠিক আগে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ অনুষ্ঠান সেড়ে বিমানে এয়ার ফোর্স ওয়ান থেকে ফ্লোরিডা পৌঁছেছিলেন।
যদিও বিদায় নেওয়ার আগে তিনি জানিয়ে যান যে ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। যদিও ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর তিনি এরপর নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সেখানে প্রশ্ন থাকছে।
যদিও বেশিদিন সেখানে থাকলে সমস্যা হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বছরে ২১ দিনের বেশি সেখানে থাকলে চুক্তি বাতিল করতে পারে ওই ক্লাব।
তবে Mar-a-Lago রিসোর্টে ঠিক কতদিন থাকবেন সেখানে তা খোলসা করে জানাননি ট্রাম্প। ভবিষ্যতে ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার কী হতে চলেছে তাও এখনও জানা যায়নি।