Advertisement

বিশ্ব

Valentine Week 2021: জিন্নার বিরুদ্ধে ছিলেন তাঁর মেয়ে, অমুসলিমের সঙ্গে করেছিলেন বিয়ে

Aajtak Bangla
  • 08 Feb 2021,
  • Updated 8:02 PM IST
  • 1/15

ভালোবাসাকে পেতে বাবার বিরুদ্ধে মেয়ে। সিনেমার কাল্পনিক চরিত্র এমন হামেশাই দেখা যায়। কিন্তু বাস্তবেও এমনটা হয়েছে। পাকিস্তানের মহম্মদ আলি জিন্নার মেয়ে দিনা নিজের ভালোবাসাকে পেতে বাবার বিরুদ্ধেই চলে গিয়েছিল। সব ঝুঁকির মধ্যে অনড় ছিলেন তিনি। (সব ছবি-সৌজন্যে আজ তক)

  • 2/15

দিনা ছিলেন জিন্নার একমাত্র কন্যা। বাবার লড়াইয়ের চেয়ে ডিনাকে তার রাজনৈতিক উত্তরাধিকার এবং সাহসী সিদ্ধান্তের জন্য বেশি স্মরণ করা হয়। দিনা ওয়াদিয়া ১৯১৯ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন।

  • 3/15

জন্মসূত্রে দিনার মা ছিলেন একজন পার্সি। জিন্নার সঙ্গে বিবাহের তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্ত্রীর মৃত্যুর পরে জিন্না তার মেয়েকে বোনের কাছে রেখেছিলেন। মেয়েকে ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া জন্য। 
 

  • 4/15

জিন্না নিজের মেয়েকে বেশি সময় দিতে পারতেন না। তবে স্ত্রীর মৃত্যুর পরে মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করতেন। দিনা মুম্বই ও লন্ডনেই বড় হয়েছিলেন। 

  • 5/15

কিন্তু বাবা ও মেয়ের মধ্যে সম্পর্কে চিড় ধরে, যখন দিনা অমুসলিম নেবেল নামে এক যুবককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। যা কোনওমতেই মেনে নেননি জিন্না।

  • 6/15

কিন্তু তখন দিনা যুক্তি দেন তার মাও পার্সি মহিলা ছিলেন। তখন জিন্না তাকে পাল্টা বলেন বিয়ের পরে দিনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু নেবেল তা করবেন না। 

  • 7/15

নেবেলের জন্ম লিভারপুলে। তার বাবা ভারতের বিখ্যাত একজন শিল্পপতি ছিলেন। পার্সি সম্প্রদায়ের নেবেলের সঙ্গে ১৭ বছর বয়সে দিনার পরিচয় হয়।
 

  • 8/15

জিন্না ও তার মেয়ের মধ্যে সেইসময়ে তুমুল বাদানুবাদ হয়। সেই কথাই উঠে এসেছে জিন্নার একসময়ের সহকারীর আত্মজীবনীতে। সেখানে লেখা আছে জিন্না, তার মেয়েকে বলেন ভারতে এতো মুসলিম থাকতে কেন ওই যুবককে দরকার। তখন দিনা পাল্টা বলেন, আপনি এতো মুসলিম মেয়ে থাকতে আমার পার্সি মাকে কেন খুঁজলেন।

  • 9/15

জিন্নাহ দিনাকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দিনা তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পার্সি নেভিলকে বিয়ে করেন। এই বিয়ের পরে জিন্নাহ দিনার সঙ্গে তার সমস্ত সম্পর্ক ভেঙে দেন। এই বিয়ের পরে পিতা-কন্যার সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয়। দুজনেই একে অপরকে চিঠি লিখেন তবে এটি কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল।

  • 10/15

কথিত আছে যে জিন্নাহ দিনাকে স্বাধীনতার পরে পাকিস্তানে আসতে বলেছিলেন। কিন্তু দিনা তাঁর স্বামী এবং শ্বশুরবাড়িকে  নিয়ে মুম্বাইয়ে থাকার কথাই বলেছিলেন। দেশভাগের পরেও তিনি মুম্বাইতে ছিলেন। পরে, যখন দিনা বেশ কয়েকবার তার বাবার সাথে দেখা করার চেষ্টা করেছিল, তখন তাকে ভিসা দেওয়া হয়নি।

  • 11/15

ডিনা  ও নেভেলের বিয়ে ভেঙে যায় ৫ বছর পরে। বিবাহবিচ্ছেদের পরে তারা আলাদা থাকতে শুরু করেন। তাদের দুই সন্তান নুসলি ও ডায়না। কিন্তু দুই সন্তানের লালনপালনের জন্য ধর্ম কখনও মাঝপথে আসেনি।

  • 12/15

গোটা জীবনে দিনা মাত্র ২ বার পাকিস্তান সফর করেছেন। ১৯৪৮ সালে ৯ সেপ্টেম্বর দিনা পাকিস্তানে গিয়ে তাঁর বাবা জিন্নার শেষযাত্রায় সামিল হন। তখন লিয়াকত আলি দিনাকে করাচি নিয়ে আসতে বিশেষ বিমান পাঠিয়েছিলেন। পরে দিনা ফের মুম্বইতে ফিরে আসেন। 

  • 13/15

২০০৪ সালে মার্চে লাহোরে জিন্নার সমাধিস্থলে এসেছিলেন দিনা। সেখানে বেশ কিছু সময় কাটিয়েছিলেন তিনি। সন্তানদেরও নিয়ে এসেছিলেন। সেইসঙ্গে বাবার বাসভবনেও ঘুরেছিলেন তিনি।

  • 14/15

বাবা ও পরিবারকে ছেড়ে থাকার সময়ে অনেক সমস্যায় ছিলেন দিনা। কিন্তু তার মধ্যেও কোনও কিছুতেই ভেঙে যাননি তিনি। 

  • 15/15

ভারতে থাকার সময়েও অনেক কটু কথা তাকে শুনতে হয়। ২০১৭ সালের ২ নভেম্বর দিনার মৃত্যু হয়।
 

Advertisement
Advertisement