Advertisement

বিশ্ব

PHOTOS: ভেনিসে সমুদ্রের নীচে মিলল ২ হাজার বছরের প্রাচীন রাজপথ

Aajtak Bangla
  • ভেনিস,
  • 26 Jul 2021,
  • Updated 11:53 AM IST
  • 1/10

ভেনিস মানে জল। চারিদিকে জলে ভাসছে। সেই নগরের উত্তর ভাগে মিলেছে এক রাস্তা। রাস্তা তো থাকতেই পারে। তার বৈশিষ্ট্য কী? সেই বৈশিষ্ট্য হল সেটি ২ হাজার বছরের পুরনো। আর রোমান সাম্রাজ্যের সময় তৈরি। মনে করা হচ্ছে, ওই এলাকা এক সময় পুরোপুরি শুষ্ক ছিল।

  • 2/10

আর এখন পুরো এলাকা জলে ভর্তি। ভেনিসের জলের তলায় খোঁজ পাওয়া এই রাস্তার অস্তিত্ব মেনে নিয়েছেন পুরতাত্ত্বিকেরা। তৈরি হয়ে গিয়েছে তার নকসাও। এর পাশাপাশি সেই সময় ওই রাস্তা দেখতে কেমন ছিল, সেই ছবিও প্রকাশ করা হয়েছে।

  • 3/10

আসল ঘটনা এই হল, ওই সড়কের খোঁজ পাওয়া গিয়েছিল ১৯৮০ সাল নাগাদ। তবে সে ব্যাপারে তখন নিশ্চিত করা যায়নি। তার জন্য অনেকটা সময় লেগে গিয়েছিল। 

  • 4/10

সেটি তৈরি করা হয়েছিল রোমান সাম্রাজ্যের সময়। আর সেটি রয়েছে ভেনিসের বাইরে অগভীর হ্রদের উত্তর ভাগে। ত্রেপোর্টি চ্যানেল (Treporti Channel)-এর কাছে রয়েছ সেটি। এটি ভেনিস শহর তৈরির কয়েক শতক আগে তৈরি করা হয়েছিল।

  • 5/10

আর তখন কেউ ভেনিসের ব্য়াপারে জানত না। ভেনিসে রয়েছে ইন্সটিটিউট অফ মরিন সায়েন্স। সেখানকার বিজ্ঞানী ফেন্টিনা মদ্রিকাডো জানিয়েছেন, এই এলাকা আগে ছিল শুষ্ক প্রকৃতির। আর তখন ভেনিস শহরের ব্যাপারে কেউ জানতেও না। আর সে সময় সেটি ছিল প্রধান রাস্তা।

  • 6/10

তিনি আরও জানিয়েছেন, সেই রাজপথ থেকে বেশ কয়েকটি গলি আর রাস্তা বের হত। সেখানে ব্যবসা-বাণিজ্য হত বলে মনে করা হচ্ছে। এই রাস্তার পাশে কোনও শহর ছিল বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে আরও গবেষণা করতে হবে। এই ব্যাপারে একটি লেখা সায়েন্টিফিক রিপোর্ট নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে।

  • 7/10

ফেন্টিনা মদ্রিকাডো আরও জানিয়েছেন, ভেনিসের কাছে ওই জলাশয় তৈরি হয়েছে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায়। অনেক সময় লেগেছে সেটি তৈরি হতে। বরফ গলে সেই জল এসেছে। আর আকারে বেড়েছে।

  • 8/10

রোমান সাম্রাজ্য প্রায় ২ হাজার বছরের পুরনো। তখন থেকে এখন সমুদ্রের জলস্তর বেড়েছে আড়াই মিটার অর্থাৎ প্রায় ৮ ফুট।

  • 9/10

তিনি জানিয়েছেন, সমুদ্রের জল বেড়ে যাওয়ায় একবারে শুকনো থাকা কোনও এলাকা আজ অগভীর হ্রদে পরিণত হয়েছে।

  • 10/10

প্রত্নতত্ত্বের প্রমাণ দেখে বলা হচ্ছে, সেখানে বড়সড় এক রাস্তা ছিল। সেই এলাকা ছিল শুষ্ক। আর আজ জলে ভরে গিয়েছে।  ভেনিস বেশ পুরনো এক শহর। তবে রোমান সাম্রাজ্যে এর কোনও উল্লেখ নেই।

Advertisement
Advertisement