২০০০ বছরের পুরনো রোমান মন্দির পাওয়া গেল নেদারল্যান্ডসে। ওই দেশে এই প্রথম রোমান মন্দির পাওয়া যায়। এটি আবিষ্কার করেছে একটি বেসরকারি প্রত্নতাত্ত্বিক সংস্থা RAAP। পাওয়া গিয়েছে নেদারল্যান্ডস এবং জার্মানির সীমান্তবর্তী গেল্ডারল্যান্ড এলাকায়। নেদারল্যান্ডে এর আগে ধর্মীয় রোমান বস্তু পাওয়া গেলেও এই প্রথমবার একসঙ্গে দুটি মন্দির পাওয়া গেল।
গেল্ডারল্যান্ডের পূর্ব-মধ্য অংশে অবস্থিত হারউইন-হেমেলিং গ্রামে খননকার্য চলাকালীন মন্দিরগুলি পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, রোমান আমলে ওই এলাকায় ফাঁড়ি এবং দুর্গ প্রাচীর নির্মিত হয়েছিল। এটি জার্মান উপজাতিদের আক্রমণ থেকে সুরক্ষা দিত।
ওই এলাকায় প্রাচীন এই মন্দির কমপ্লেক্সের আবিষ্কার রোমান সংস্কৃতি সম্পর্কে অনেক নতুন এবং মূল্যবান তথ্য তুলে ধরছে। ২০২১ সালে অপেশাদার প্রত্নতাত্ত্বিকরা সেখানে কিছু প্রাচীন রোমান নিদর্শন আবিষ্কার করেছিলেন। তারপর আনুষ্ঠানিকভাবে খনন কার্যক্রম শুরু হয়। অবশেষে দেখা যায় সেখানে দুটি রোমান মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। সেগুলির সময়কাল প্রথম থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে। এর মধ্যে একটি গ্যালো-রোমান মন্দির। সেটি পাহাড়ের ওপর নির্মিত হয়েছিল।
দ্বিতীয় মন্দিরটি ছোট ছিল। সেটি অপর মন্দির থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন যে, অন্যান্য রোমান মন্দিরের মতো এগুলিও রোমান সৈন্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশের স্থান ছিল। ঈশ্বর বা দেবদেবীদের ধন্যবাদ জানাতে কয়েক ডজন পাথর স্থাপন করা হয়েছিল, সেগুলিকে বলা হত মান্নত পাথর।
আরও পড়ুন - উদ্ধবের কুর্সি যাচ্ছেই? শিন্ডে-শিবিরে ভিড়লেন আরও ৭ MLA