Advertisement

Mysterious Pneumonia: চিনে রহস্যময় নিউমোনিয়া, হাসপাতালে বেডের হাহাকার, আবার অতিমারি? তথ্য চাইল WHO

চিনের বেশির ভাগ হাসপাতালে দেখা যাচ্ছে, অক্টোবরের শুরু থেকে এই নিউমোনিয়া আক্রান্ত বাড়তে শুরু করে। ক্রমেই তা ভয়াবহ আকার নিচ্ছে। কোনও চিকিত্‍সাতেই কাজ হচ্ছে না। এই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য চিনকে অনুরোধ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)।

চিনে রহস্যময় নিউমোনিয়াচিনে রহস্যময় নিউমোনিয়া
Aajtak Bangla
  • বেজিং,
  • 23 Nov 2023,
  • अपडेटेड 9:17 AM IST
  • কী ধরনের উপসর্গ হচ্ছে রহস্যময় এই রোগে?
  • ফের মাস্কের ব্যবহার শুরু চিনে
  • তথ্য চেয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

COVID-19 এর ক্ষতি সামলে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বের বহু দেশ। অর্থনীতির শোচনীয় অবস্থা। করোনা অতিমারির মূল্য এখনও চোকাচ্ছে চিন। এহেন সময়ে স্বাস্থ্যক্ষেত্রে আরও একটি সম্ভাব্য জরুরি অবস্থার পরিস্থিতি ঘনাচ্ছে। এবারও অকুস্থল সেই চিন। চিনে একধরনের রহস্যময় নিউমোনিয়া দেখা দিয়েছে। আক্রান্ত হচ্ছে বেশির ভাগ শিশুরা। ইতিমধ্যেই এই নিউমোনিয়ায় আক্রান্তের জেরে চিনের হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগী। বেডের হাহাকার তৈরি হচ্ছে।

 রহস্যময় এই নিউমোনিয়ার এপিসেন্টার বেজিং ও লিয়াওনিং প্রদেশ। হাসপাতালে একের পর এক শিশু ভর্তি হচ্ছে নিউমোনিয়া নিয়ে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ পড়ুয়া ও শিক্ষক, উভয়েই আক্রান্ত। 

কী ধরনের উপসর্গ হচ্ছে রহস্যময় এই রোগে?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, COVID 19-এর প্রথম পর্যায়ে যে ধরনের উপসর্গ ছিল, এই নিউমোনিয়াতেও একই উপসর্গ। শ্বাসকষ্ট, জ্বর। কিন্তু কাশি নেই। তাইওয়ানের নিউজ ওয়েবসাইট FTV News-কে বেজিংয়ের এক বাসিন্দা জানিয়েছেন, বহু বহু শিশু হাসপাতালে ভর্তি। তাদের কাশি নেই। কিন্তু ধুম জ্বর। স্নায়ুজনীত সমস্যাও।

ফের মাস্কের ব্যবহার শুরু চিনে

কিন্তু হঠাত্‍ এই আশ্চর্য নিউমোনিয়া কীভাবে ছড়াল, তা এখনও বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে, বেশির ভাগ আক্রান্তই শিশু। করোনায় যেমন বড়রা আক্রান্ত হয়েছিল, শিশুরা নয়। রহস্যময় এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা। 
মার্কিন এপিডেমিয়োলজিস্ট এরিক ফেইগল ডিং একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, চিনে এই নিউমোনিয়া থেকে বাঁচতে ফের মাস্কের ব্যবহার শুরু করেছে মানুষ।

তথ্য চেয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

চিনের বেশির ভাগ হাসপাতালে দেখা যাচ্ছে, অক্টোবরের শুরু থেকে এই নিউমোনিয়া আক্রান্ত বাড়তে শুরু করে। ক্রমেই তা ভয়াবহ আকার নিচ্ছে। কোনও চিকিত্‍সাতেই কাজ হচ্ছে না। এই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য চিনকে অনুরোধ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement