Advertisement

মাঝ আকাশেই দুই বিমানের সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনা, দেখুন VIDEO

ডলাসের এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছেই হয় দুর্ঘটনাটি। এই বিষয়ে বিমানবন্দরের অফিসিলায় ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনার পর বিমানের ক্রু সদস্যদের তদন্ত করা হচ্ছে। দুটি বিমানে কতজন আরোহী ছিলেন তা এখনও স্পষ্ট নয়।  

দুর্ঘটনায় ধ্বংস বিমানদুর্ঘটনায় ধ্বংস বিমান
Aajtak Bangla
  • টেক্সাস,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 8:40 AM IST
  • উড়ন্ত দুই বিমানের সংঘর্ষ
  • ভেঙে পড়ল ২টি বিমান
  • দেখুন ভাইরাল ভিডিও

আমেরিকার টেক্সাসের ডলাসে এয়ার শো চলাকালিন ভয়াবহ দুর্ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২টি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে তাকে একটি বিমান মাঝখান থেকে দু'টুকরো হয়ে যায়। অপর বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে, শনিবার আমেরিকার ডলাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মরণীয় এয়ার শো-র আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান মানুষ। এয়ার শো চালাকালিন, একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস বোমারু বিমান আরেকটি বেল পি-৬৩ কিংকোবরা ফাইটারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

ডলাসের এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছেই হয় দুর্ঘটনাটি। এই বিষয়ে বিমানবন্দরের অফিসিলায় ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনার পর বিমানের ক্রু সদস্যদের তদন্ত করা হচ্ছে। দুটি বিমানে কতজন আরোহী ছিলেন তা এখনও স্পষ্ট নয়।  

আরও পড়ুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান সংরক্ষণের দায়িত্বে থাকা, সিএএফ-এর সভাপতি তথা সিইও হ্যাঙ্ক কোটস বলেন, বি-১৭ সাধারণত চার থেকে পাঁচ জন ক্রু বহনকারী বিমান। কোটস আরও বলেন, পি-৬৩-তে একজন পাইলট ছিল। তবে দুর্ঘটনার সময় আরও কতজন ছিলেন তা অবশ্য তিনি বলেননি।

মাঝ আকাশেই ২টি বিমানের সংঘর্ষ

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ক্লিপিংয়ে দেখা যাচ্ছে ২টি বিমানের মধ্যে সংঘর্ষ জেরে আগুন ধরে যাচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিএএফ এবং রাষ্ট্রীয় পরবহণ সুরক্ষা বোর্ড বা এনটিএসবি। এই বিষয়ে আপডেটও দিচ্ছে এনটিএসবি। 
 

 

Read more!
Advertisement
Advertisement