Advertisement

সূর্যের থেকেও গরম, প্রথমবার সামনে এল Black Hole-এর Video

প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে Black Hole থাকে। এর মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে, এটি যে কোনও বস্তুকে নিজের দিকে টেনে নিতে পারে। এমনকী আলোও এর মধ্য দিয়ে যেতে পারে না।

ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 May 2022,
  • अपडेटेड 2:11 PM IST
  • হলিউড ছবিতে আমরা Black Hole দেখে থাকি
  • এবার NASA  Black Hole-এর ছবি শেয়ার করেছে
  • ২২টি ব্লযাক হোলের ছবি সামনে আনা হয়েছে

হলিউড ছবিতে আমরা Black Hole দেখে থাকি। মহাকাশ ও কল্পবিজ্ঞান নিয়ে যে সব ছবি বানানো হয়েছে সেগুলিতে Black Hole-এর কথা বলা হয়েছে। তবে এবার NASA  Black Hole-এর ছবি শেয়ার করেছে। 

আসলে, প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে Black Hole থাকে। এর মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে, এটি যে কোনও বস্তুকে নিজের দিকে টেনে নিতে পারে। এমনকী আলোও এর মধ্য দিয়ে যেতে পারে না। বিজ্ঞানের ভাষায়, যে কোনও নক্ষত্রের ভর সূর্যের ২০ গুণের বেশি হলে সেটি ভেঙে পড়লে Black Hole-এ পরিণত হয়। 

আরও পড়ুন

NASA বহুবছর ধরে এই Black Hole নিয়ে গবেষণা করছে। তার সূত্র ধরেই ২২টি Black Hole-এর ভিডিও শেয়ার করেছে তারা। এই গবেষণার মাধ্যমে জানার চেষ্টা হচ্ছে, গ্যালাক্সি তৈরিতে Black Hole-এর ভূমিকা কী। এখন যে ছবিগুলো NASA সামনে এনেছে সেগুলি আসলে মিল্কিওয়ে গ্যালাক্সি এবং লার্জ ম্যাগেলানিক ক্লাউডে উপস্থিত ২২টি Black Hole-এর ছবি। 

নাাসা জানিয়েছে, এই Black Hole গুলো দেখানোর জন্য  ভিজুয়াল ইঞ্জিনিয়রদের ২২,০০০ বার পর্যন্ত কালো বস্তুর গতি ত্বরান্বিত করতে হয়েছিল। আর এই Black Hole গুলো  আমাদের সূর্যের চেয়ে ৫ গুণ বেশি গরম থেকে ৪৫% ঠান্ডা।

Black Hole কী? 

Black Hole হল মহাকাশের এমন একটি জায়গা, যার মধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে, সেখান থেকে কোনওকিছু বের হতে পারে না। আলোও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বাইরে আসতে পারে না। যেহেতু এখান থেকে কোনও আলো বের হয় না, তাই খালি চোখে এদের দেখা যায় না। 

Read more!
Advertisement
Advertisement