Advertisement

COVID 19 in China: বেড-মেঝে ভর্তি রোগী, ক্লান্ত ডাক্তার মাটিতেই ঘুমোচ্ছেন, চিনে COVID-তাণ্ডবের VIDEO ভাইরাল

চিনে ফের করোনার প্রকোপ বাড়ল। হাসপাতালগুলিতে রোগী উপচে পড়ছে। সম্প্রতি একটি ভিডও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, চিনের চোকিং শহরের একটি হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি। এমাজেন্সিতে রোগীরা মেঝেতে পড়ে রয়েছে। স্থান সংকুলনা হচ্ছে না। হাসপাতালে শয্যা জোটেনি বলে মেঝেতে শুইয়ে সিপিআর করা হচ্ছে রোগীদের।

chinachina
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 Dec 2022,
  • अपडेटेड 2:35 PM IST
  • চিনে ফের করোনার প্রকোপ বাড়ল। হাসপাতালগুলিতে রোগী উপচে পড়ছে।
  • সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, চিনের চোকিং শহরের একটি হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি।

চিনে ফের করোনার প্রকোপ বাড়ল। হাসপাতালগুলিতে রোগী উপচে পড়ছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, চিনের চোকিং শহরের একটি হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি। এমাজেন্সিতে রোগীরা মেঝেতে পড়ে রয়েছে। স্থান সংকুলনা হচ্ছে না। হাসপাতালে শয্যা জোটেনি বলে মেঝেতে শুইয়ে সিপিআর করা হচ্ছে রোগীদের। 

ভাইরাল একটি অন্য ভিডিওতে দেখা যাচ্ছে, একজন চিকিৎসক ক্লান্ত হয়ে ঘুমে ঢলে পড়ছেন। চিনের কোভিড পরিস্থিতিতে তুলে ধরছে ওই ভিডিও। যা প্রথম ঢেউয়ের ভয়াবহতাকে তুলে ধরছে। 

 

আরও পড়ুন

চিনে নতুন করে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ ভয় ধরাচ্ছে বাকি বিশ্বকে। করোনাবিধির লাগাতার কড়াকড়িতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন চিনের বাসিন্দারা। দিন কয়েক আগেই লকডাউন তুলে নিয়েছে প্রশাসন। কিন্তু তার পরে সংক্রমণে কোনও ভাটা পড়েনি। মঙ্গলবার চিনে ৩,১০১ জন উপসর্গযুক্ত করোনা রোগী চিহ্নিত হয়েছেন। সব মিলিয়ে চিনে করোনা রোগীর সংখ্যা ৩,৮৬,২৭৬ জন। 

বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ৩ মাসের মধ্যে দেশের ৬০ শতাংশ মানুষ করোনা সংক্রামিত হতে পারেন। শীতের মরসুমে সংক্রমণ আরও বাড়বে বলে জানিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নতুন করে নজর দিতে হচ্ছে চিন সরকারকে। প্রতিটি হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে। কিন্তু রোগীর সংখ্যা এমনই বাড়ছে যে হাসপাতালের শয্যায় ঠাঁই হচ্ছে না রোগীদের। মেঝেতেই শুইয়ে চিকিৎসা করতে হচ্ছে তাঁদের। চিকিৎসকরা ক্লান্ত হয়ে পড়ছেন। 

 


 

Read more!
Advertisement
Advertisement