Advertisement

Trump on India Pakistan: 'আমিই সংঘর্ষ বিরতি করেছি তা বলিনি, তবে দুই দেশকেই সাহায্য করেছি', সুর বদল ট্রাম্পের

দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তাঁর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে তিনিই যে সংঘর্ষ বিরতি করিয়েছেন, সেই বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প। যা এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। 

ডোনাল্ড ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্প।
Aajtak Bangla
  • কাতার,
  • 15 May 2025,
  • अपडेटेड 6:45 PM IST
  • ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি তিনি করাননি।
  • নিজের অবস্থান থেকে সরে এলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষ বিরতির কথা শনিবার প্রথম এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন ট্রাম্প।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি তিনি করাননি। বিতর্কের আবহে এবার নিজের অবস্থান থেকে সরে এলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আমি বলছি না যে, আমিই করেছি (সংঘর্ষবিরতি)। তবে গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতায় সাহায্য করেছি।' দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তাঁর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে তিনিই যে সংঘর্ষ বিরতি করিয়েছেন, সেই বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প। যা এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। 

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষ বিরতির কথা শনিবার প্রথম এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন ট্রাম্প। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের ওই বক্তব্যকে সিলমোহর দেয়নি ভারত। বরং নয়াদিল্লি জানিয়েছে, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেছিলেন। পাকিস্তানের আর্জি মেনেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। এই আবহে ট্রাম্পের ওই এক্স হ্যান্ডলের বার্তা ঘিরে সরগরম হয়েছিল ভারতীয় রাজনীতি। অবশেষে, বৃহস্পতিবার স্বয়ং ট্রাম্পই জানিয়ে দিলেন যে, তিনিই যে সংঘর্ষ বিরতি করিয়েছেন, সেটা তিনি বলছেন না। 

ঠিক কী বলেছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আমি বলছি না যে, আমিই করিয়েছি (সংঘর্ষবিরতি)। তবে এটা নিশ্চিত যে গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধানে মধ্যস্থতায় সাহায্য করেছি। পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছিল। হঠাৎ করে বিভিন্ন ধরনের মিসাইল দেখা যেতে শুরু করল। আমরা এটাকে থামাতে পেরেছি। দু’দিন আগেও আমার মনে হচ্ছিল, হয়তো এটির সমাধান হয়নি। তবে এখন মনে হচ্ছে, সমস্যা মিটে গিয়েছে। বাণিজ্য নিয়ে দুই দেশের সঙ্গে কথা বলেছি। পাকিস্তান খুব খুশি, ভারতও খুশি।'

ভারত-পাক উত্তাপ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেছেন, 'প্রায় হাজার বছর ধরে নিজেদের মধ্যে লড়াই করছে ওরা। আমি মধ্যস্থতা করতে পারতাম। আমায় মিটমাট করতে দিন। চলুন, একসঙ্গে সব করি...।'
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement