Advertisement

COVID-19 Pandemic: 'COVID অতিমারির শেষ দেখা যাচ্ছে,' এই প্রথম ইতিবাচক ঘোষণা WHO-র

COVID19 WHO প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে করোনা অতিমারী নিয়ে বলেন, 'আমরা এখনও অন্তিম লগ্নে পৌঁছয়নি। কিন্তু শেষ দেখা যাচ্ছে।' ২০২০ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বিশ্বস্বাস্থ্য সংস্থার সবচেয়ে ইতিবাচক ঘোষণা এটাই।

তেদ্রোস আধানম গেব্রেসুসতেদ্রোস আধানম গেব্রেসুস
Aajtak Bangla
  • জেনেভা,
  • 15 Sep 2022,
  • अपडेटेड 3:24 PM IST
  • অতিমারীর শেষবিন্দু দেখা যাচ্ছে
  • কঠোর নীতি ও পরিকাঠামো এখনও জরুরি
  • তৈরি থাকতে হবে ভবিষ্যতের জন্য

COVID অতিমারী নিয়ে এ যাবত্‍ সবচেয়ে ইতিবাচক খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।  WHO জানাল, করোনাভাইরাস (Coronavirus Pandemic) মহামারীতে ইতি টানার ক্ষেত্রে এর থেকে ভালো সময় আর আসেনি। করোনা অতিমারী শেষের সঙ্কেত দেখা যাচ্ছে। প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ থেকে টানা চলছে করোনা অতিমারী। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৬০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

অতিমারীর শেষবিন্দু দেখা যাচ্ছে

WHO প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে করোনা অতিমারী নিয়ে বলেন, 'আমরা এখনও অন্তিম লগ্নে পৌঁছয়নি। কিন্তু শেষ দেখা যাচ্ছে।' ২০২০ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বিশ্বস্বাস্থ্য সংস্থার সবচেয়ে ইতিবাচক ঘোষণা এটাই।

আরও পড়ুন

২০১৯ সালের শেষের দিকে চিনে প্রথম করোনা আক্রান্তের খোঁজ। তারপর দ্রুত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু বিশ্বজুড়ে। একের পর এক টিকা, বিশ্ব অর্থনীতির পতন, হাসপাতালে বেডের অভাবা, অক্সিজেনের অভাব। এক ভয়াবহ সময় দেখেছে বিশ্ববাসী। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, গত সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা ২০২০ সালের মার্চ থেকে সর্বনিম্ন। 

কঠোর নীতি ও পরিকাঠামো এখনও জরুরি

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানের কথায়, 'এখনই সময় আরও কঠোরভাবে এগনোর। নিশ্চিত করুন, আমরা লাইনটি যাতে অতিক্রম করতে পারি এবং আমাদের সমস্ত কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে পারি।' তিনি আরও জানান, COVID-19 ও ভবিষ্যতের ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য সব দেশকেই আরও কঠোর নীতি ও পরিকাঠামোর উপর নজর দিতে হবে। এটাই সেরা সময়। একই সঙ্গে হাই-রিস্ক গ্রুপে থাকা ব্যক্তি সহ ১০০ শতাংশ মানুষের টিকা নেওয়ার উপরেও জোর দেন তিনি।

তৈরি থাকতে হবে ভবিষ্যতের জন্য

WHO প্রধানের পরামর্শ, সব দেশকেই এখনও পর্যাপ্ত চিকিত্‍সা ব্যবস্থা ও ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের তৈরি রাখতে হবে। তাঁর কথায়, 'আমরা আশা করছি, ভবিষ্যতে ফের করোনা ভাইরাসের ঢেউ উঠতে পারে। আরও অন্য ভ্যারিয়েন্ট আসতে পারে। তা আরও খতরনাকও হতে পারে।'

Advertisement

কোভিড মহামারীতে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বজায় থাকবে কিনা, সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা। 

Read more!
Advertisement
Advertisement