Advertisement

হামাসকে ক্ষমা, কিন্তু ক্ষমতা নয়! ট্রাম্পের New Gaza প্ল্যান কী?

হামাস মুক্ত গাজা তৈরি হবে। হামাসের সদস্যরা চাইলেই ছেড়ে যেতে পারে গাজা। হামাসের সব সুড়ঙ্গ নষ্ট করা হবে। এই প্ল্যান বাস্তবায়িত হওয়ার পরই ইজরায়েলি পণবন্দিদের ৭২ ঘণ্টার মধ্যে ছাড়িয়ে আনা হবে। তার পর আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েন করা হবে গাজায়। এটাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ২০ দফা গাজা প্ল্যান।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Sep 2025,
  • अपडेटेड 3:25 PM IST
  • হামাস মুক্ত গাজা তৈরি হবে।
  • হামাসের সদস্যরা চাইলেই ছেড়ে যেতে পারে গাজা।
  • হামাসের সব সুড়ঙ্গ নষ্ট করা হবে

হামাস মুক্ত গাজা তৈরি হবে। হামাসের সদস্যরা চাইলেই ছেড়ে যেতে পারে গাজা। হামাসের সব সুড়ঙ্গ নষ্ট করা হবে। এই প্ল্যান বাস্তবায়িত হওয়ার পরই ইজরায়েলি পণবন্দিদের ৭২ ঘণ্টার মধ্যে ছাড়িয়ে আনা হবে। তার পর আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েন করা হবে গাজায়। এটাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ২০ দফা গাজা প্ল্যান। এর মাধ্যমেই তিনি শান্তি ফিরিয়ে আনতে চান।

প্রসঙ্গত, ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধ ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে এখনও চলছে। ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছেন ৬৬ হাজার মানুষ। আর এমন পরিস্থিতিতেই ট্রাম্প 'বোর্ড অব পিস' গঠন করেছেন। এই বোর্ডের তিনিই চেয়ারম্যান। এর মাধ্যমেই তিনি গাজায় শান্তি ফিরিয়ে আনতে চান।

আর এই প্ল্যানটি তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সঙ্গে নিয়েই পেশ করেছেন। এই প্ল্যানটি না মানলে যে হামাসকে আরও বড় মূল্য চোকাতে হবে, তারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। 

এখন আসুন এই পরিকল্পনা সম্পর্কেও আরও বিস্তারিত জানা যাক

গাজা প্ল্যানের কি পয়েন্ট
গাজা থেকে হামাসকে বের করে দেওয়া হবে। এখানে আর সন্ত্রাসবাদের কোনও জায়গা থাকবে না।
গাজার জনগণের স্বার্থে নতুন করে সেখানে উন্নয়ন করা হবে।
এই প্ল্যান হামাস এবং ইজরায়েল মেনে নিলেই তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে যুদ্ধ। ইতিমধ্যেই ট্রাম্প জানিয়েছেন যে, ইজরায়েল এই পরিকল্পনায় সহমত জানিয়েছে। ইজরালেয়ের ফোর্স প্যালেস্টাইনের বন্দিদের ছেড়ে দেবে। এমনকী নিজেদের অবস্থান থেকে সরে আসবে। এই সময় কোনও রকম হামলা হবে না। বোম্বিং, মিসাইল অ্যাটাক সম্পূর্ণ বন্ধ রাখা হবে। 
ইজরায়েল এই প্ল্যান সবার সামনে মেনে নেওয়ার পর তাদের কাছে আটকে থাকা সমস্ত পণবন্দিদের (জীবিত অথবা মৃত) ছেড়ে দেবে।


ও দিকে সমস্ত ইজরায়েলি পণবন্দি ছাড়া পাওয়ার পর ইজরায়েলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন এবং ১৭০০ জন গাজা নিবাসীকেও ছেড়ে দেওয়া হবে।

শান্তি প্রিয় হামাস সদস্যরা শান্তিতে অন্যত্র যেতে পারবে
এই প্ল্যানে বলা হয়েছে, যে সকল হামাস সদস্য শান্তিচুক্তিতে আসতে চায়, তাদের নতুন করে সুযোগ দেওয়া হবে। তারা চাইলেই অন্যত্র যেতে পারবে।

Advertisement

জল, বিদ্যুৎ ও নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে
ট্রাম্প জানিয়েছেন, সেই দেশের মানুষের কথা মাথায় রেখে জল, বিদ্যুৎ এবং নিকাশি ব্যবস্থা দ্রুত তৈরি করা হবে। 

কাউকে গাজা ছাড়তে জোর করা হবে না
এই প্ল্যানের মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছেন যে কাউকে দেশ ছাড়তে জোর করা হবে না। তবে যারা যেতে চান, তারা যেতে পারেন।

গাজার সরকারে হামাসের ভূমিকা থাকবে না
ট্রাম্প জানিয়েছেন, নতুন করে গড়ে তোলা গাজার সরকার বা প্রশাসনে হামাসের কোনও ভূমিকা থাকবে না। সব সন্ত্রাসবাদীদের দেশ থেকে বের করে দেওয়া হবে।

কারও জন্য থ্রেট হবে না
নতুন গাজায় যাতে হামাস বা কোনও নতুন সন্ত্রাসবাদী গোষ্ঠী মাথাচাড়া না দিতে পারে, সেটা নিশ্চিত করা হবে। তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলি সুরক্ষিত থাকবে।

আন্তর্জাতিক ফোর্স নামানো হবে
গাজায় এরপর ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সকে সাময়িক ভাবে নামানো হবে। এরাই প্যালেস্টাইন পুলিশ ফোর্সকে ট্রেনিং দেবে।

ইজরায়েল গাজা দখল করবে না
ট্রাম্প জানিয়েছেন, ইজরায়েল কোনও ভাবেই গাজা দখল করবে না। বরং তারা গাজা থেকে নিজের সৈন্যকে দেশে ডেকে নেবে। পাশাপাশি গাজায় দখল করা জায়গাও ছেড়ে দেব।


 

Read more!
Advertisement
Advertisement