Advertisement

Imran Khan : পদত্যাগ ক্যাবিনেট মন্ত্রীর, এবার কি ইমরানও ইস্তফা দেবেন?

সভার আগেই বড়সড় ধাক্কা খেলেন ইমরান খান। ইস্তফা দিলেন সরকারের ক্যাবিনেট মন্ত্রী শাহজান বুগতি। তিনি বেলুচিস্তানের জামহুরি ওয়াতান পার্টির নেতা।  ছিলেন। জামহুরি ওয়াতান পার্টি (JWP) প্রধান এবং MNA শাহজান বুগতি রবিবার পাকিস্তান পিপলস পার্টি (PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে দেখা করার পর ইমরান খানের সরকার থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। 

ইমরান খান
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 27 Mar 2022,
  • अपडेटेड 7:32 PM IST
  • পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা
  • সভায় ভাষণ দেবেন ইমরান খান
  • সভার আগেই পদত্যাগ ক্যাবিনেট মন্ত্রীর

আজ ইসলামাবাদ প্যারেড গ্রাউন্সে সভা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। আর কিছুক্ষণের মধ্যেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান খান। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানে দেখা গিয়েছে রাজনৈতিক অস্থীরতা (Pakistan Crisis Today)। ২৪ জন সাংসদ ইতিমধ্যেই ইস্তফা দেওয়ায় সরকার সংখ্যলঘু হয়ে পড়েছে। অন্যদিকে একজোট হয়েছেন বিরোধীরা। 

এদিকে সভার আগেই বড়সড় ধাক্কা খেলেন ইমরান খান। ইস্তফা দিলেন সরকারের ক্যাবিনেট মন্ত্রী শাহজান বুগতি। তিনি বেলুচিস্তানের জামহুরি ওয়াতান পার্টির নেতা।  ছিলেন। জামহুরি ওয়াতান পার্টি (JWP) প্রধান এবং MNA শাহজান বুগতি রবিবার পাকিস্তান পিপলস পার্টি (PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে দেখা করার পর ইমরান খানের সরকার থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। 

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য বিলাবল ভুট্টোর নেতৃত্বে বিরোধীদের এক প্রতিনিধি দল JWP-এর নেতা শাহজান বুগতির কাছ থেকে সমর্থন চেয়েছিলেন। জানা গিয়েছ, ওই বৈঠকে ভুট্টো ও বুগতির মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 

বৈঠকের পর বুগতি জানান, বর্তমান সরকার বেলুচিস্তানের মানুষের বিশ্বাসে আঘাত হেনেছে। সেই কারণেই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়ে এই ইস্তফার সিদ্ধান্ত। বুগতি আরও বলেন, তিনি এখন তিনি এখন থেকে পিডিএমের সঙ্গে থাকবেন। 

এদিনের সভায় সবচেয়ে প্রথমে বক্তব্য রাখেন মন্ত্রী পরভেজ খট্টক। তিনি সমর্থকদের ইমরান খানের সঙ্গে থাকার আহ্বান জানান। তিনি বলেন, "আপনার দেখবেন, বিরোধীরা, ৪ দিন পর কাঁদবেন। আপনার দেখবেন। তাঁরা পস্তাবেন।" একইসঙ্গে আগামী ভোটেও ইমরান খানকেই সমর্থনের আবেদনও করেন তিনি। এখন দেখার সভা থেকে কী বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কী-ই বা পদক্ষেপ নেন তিনি?

আরও পড়ুনএই ১২টি জায়গা দেখা যায় না গুগল ম্যাপে, কারণ জানলে অবাক হবেন

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement