Advertisement

নেপালের মতো ভারতেও Gen Z বিক্ষোভের 'উস্কানি'? এক্সক্লুসিভ তথ্য

নেপালের গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতের ইন্টালিজেন্স এজেন্সিগুলি। কোনওমতেই যেন ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের উস্কানি ছড়িয়ে না পড়ে তার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলির উপর নজর রাখা হচ্ছে।

নেপালের জেন জি বিক্ষোভনেপালের জেন জি বিক্ষোভ
Aajtak Bangla
  • কাঠমান্ডু ,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 9:53 AM IST
  • নেপালের মতো ভারতেও Gen Z বিক্ষোভের উস্কানি?
  • ইন্ডিয়া টুডে-র হাতে এক্সক্লুসিভ তথ্য
  • অনলাইন প্ল্যাটফর্মগুলির উপর নজর রাখা হচ্ছে

ইন্ডিয়া টুডে-র হাতে এক্সক্লুসিভ তথ্য। ইন্টালিজেন্সের উচ্চপর্যায়ের সূত্র মারফত জানা গিয়েছে, নেপালের প্রতি মুহুর্তের আপডেট ট্র্যাক করছে ভারতীয় এজেন্সিগুলি। ভারত বিরোধী কোনওরকম আবেগ তৈরি হলে তা রোখার জন্য সবরকম পদক্ষেপ করা হবে বলেও জানা যাচ্ছে। 

ঠিক যেমন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরবর্তী সময় থেকেই ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছিল, নেপালেও তেমনটা হতে পারে বলে আশঙ্কা। সে কারণেই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় এজেন্সিগুলি। ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও উস্কানিমূলক পোস্ট কিংবা হুঁশিয়ারি দেখলেই তা কড়া হাতে দমন করা হবে।

সূত্রের খবর, ইন্টালিজেন্স অফিসারদের আরও আশঙ্কা নেপালের এই অরাজগতা আরও বাড়তে পারে। উস্কানিমূলক পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে এমন ধরনের বিক্ষোভ প্রতিবাদ দেখা যেতে পারে ভারতীয় তরুণদের মধ্যেও। সে কারণে অনলাইন প্ল্যাটফর্ম এবং সমস্ত ধরনের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে এজেন্সি। ভারতের অন্তর্বর্তী স্থিতাবস্থা যাতে কোনও ভাবেই নষ্ট না হয় তার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলে খবর। 

জেন জি বিক্ষোভের আঁচে অশান্ত নেপাল এখনও থমথমে। এই পরিস্থিতি ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ অ্যাডভাইজরি জারি করেছে বিদেশ মন্ত্রক। এই মুহূর্তে নেপালে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা নেপালে আছেন, তাঁদের বাইরে না বেরোতে অনুরোধ করা হয়েছে।  নেপালে থাকা ভারতীয় নাগরিকদের চরম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। নেপালে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে তাঁদের ঘরে থাকতে, রাস্তায় বের হওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। নেপাল কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস সুরক্ষা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। প্রতিবেশী দেশে আটকা পড়া ভারতীয় নাগরিকদের জন্য ২টি হেল্পলাইন নম্বর চালু করেছে নয়াদিল্লি। কোনও সাহায্যের প্রয়োজন হলে, কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে বলা হয়েছে। ১) +৯৭৭ – ৯৮০ ৮৬০ ২৮৮১ (হোয়াটসঅ্যাপ), ২) +৯৭৭ – ৯৮১ ০৩২ ৬১৩৪ (হোয়াটসঅ্যাপ)। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement