Advertisement

America : ক্ষয়ক্ষতির সম্ভাবনা, লাহোর থেকে নিজেদের নাগরিকদের বেরিয়ে যেতে বলল আমেরিকা

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হামলা হয়েছে। লাহোর-সহ একাধিক শহরে হামলা হয়েছে বলে খবর।

Donald Trump Donald Trump
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 May 2025,
  • अपडेटेड 4:23 PM IST
  • ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে
  • রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হামলা হয়েছে

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হামলা হয়েছে। লাহোর-সহ একাধিক শহরে হামলা হয়েছে বলে খবর। এই আবহে পাকিস্তানের লাহোর থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে বলল আমেরিকা। তাদের তরফে এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে আমেরিকার নাগরিকদের বার্তা, 'হয় আপনারা নিরাপদ জায়গায় সরে যান অথবা লাহোর ছেড়ে দিন।' 

নির্দেশিকায় উল্লেখ, 'লাহোরে ড্রোন হামলা, বিমান নিয়ে অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে। সেজন্য লাহোরে স্থিত আমেরিকান দূতাবাসের সব কর্মীকে নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।'

নির্দেশিকায় জানানো হয়েছে, 'দূতাবাসের কাছে খবর এসেছে, লাহোরের অনেক জায়গা খালি করা হবে। সাধারণ মানুষকে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে। সেজন্য লাহোরের যে সব জায়গাতে আমেরিকান নাগরিকরা রয়েছেন, তাঁরা যেন নিরাপদ জায়গাতে থাকেন। প্রয়োজনে লাহোর ছেড়ে চলে যান।' 

অপারেশন সিঁদুরের জবাবে গতরাতে ভারতের ১৫টি সামরিক টার্গেটে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। বৃহস্পতিবার পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। 

এরপর আজ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পাকিস্তানের অন্তত ১০টি শহরে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর শিয়ালকোট এবং লাহোরে এয়ার ডিফেন্স ইউনিটগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র আরও জানিয়েছে, যে চিনে তৈরি HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিটগুলিতে আঘাত করা হয়েছিল।

Read more!
Advertisement
Advertisement