Advertisement

সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কেন জানেন?

পৃথিবীর নানা দেশের বাসিন্দারা আমেরিকায় অবৈধভাবে বসবাস করে। সবাই চায় নাগরিকত্ব। আর তা পেতেই হাজার হাজার বাবা-মায়ের মধ্যে ভারতীয়রাও তাদের সন্তানদের মেক্সিকো-আমেরিকা বা কানাডা-আমেরিকা সীমান্তে তাদের সন্তানদের রেখে আসে।

representative image representative image
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 05 May 2025,
  • अपडेटेड 5:35 PM IST
  • আমেরিকায় পৌঁছানোর জন্য অবৈধভাবে ডাঙ্কি রুটের ব্যবহার করেন অনেকে
  • সবাই চায় নাগরিকত্ব
  • আর তা পেতেই হাজার হাজার বাবা-মায়ের মধ্যে ভারতীয়রাও তাদের সন্তানদের আমেরিকা সীমান্তে রেখে আসছে

আমেরিকায় পৌঁছানোর জন্য অবৈধভাবে ডাঙ্কি রুটের ব্যবহার করেন অনেকে। তা নিয়ে সিনেমাও হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, নাগরিকত্ব পেতে, ভারতীয় বাবা-মা তাদের সন্তানদের আমেরিকান সীমান্তে রেখে আসছেন। 

পৃথিবীর নানা দেশের বাসিন্দারা আমেরিকায় অবৈধভাবে বসবাস করে। সবাই চায় নাগরিকত্ব। আর তা পেতেই হাজার হাজার বাবা-মায়ের মধ্যে ভারতীয়রাও তাদের সন্তানদের মেক্সিকো-আমেরিকা বা কানাডা-আমেরিকা সীমান্তে তাদের সন্তানদের রেখে আসে। ২০২৪ আর্থিক বছরে আমেরিকায় ৫০০ জনেরও বেশি ভারতীয় নাবালক ধরা পড়েছে। এখন শোনা যাচ্ছে, ট্রাম্প সেই সব বাবা-মায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে। 

পরিসংখ্যান অনুসারে, ভারতীয় সহ অনেক বাবা-মা তাদের ১২-১৭ বছর বয়সী সন্তানদের সীমান্তে রেখে আসে। অনেক শিশু এতটাই ছোটো ছিল যে, তাদের পোশাকের সঙ্গে নিজেদের ঠিকানা লিখে দিয়ে গিয়েছিল বাবা-মা। 

আরও পড়ুন

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, অভিবাসন বিশ্লেষকদের মতে, আমেরিকা যাতে সেখানে থাকার নাগরিকত্ব দেয় সেজন্য সন্তানদের ব্যবহার করে থাকে অভিভাবকরা। অনেক বাচ্চাকে তো মার্কিন চেক পয়েন্টেও ফেলে রাখা হয়। 

ওই অভিবাসন বিশ্লেষক বলেন, 'সাধারণত বাবা-মা প্রথমে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে থাকে। পরে তারা তাদের সন্তানদের সীমান্তে রেখে দেয়। যাতে নাগরিকত্ব পেতে পারে। এরপর সেই পরিবারগুলি আশ্রয়ের জন্য আবেদন করে। মানবিক কারণে কোনও কোনও ক্ষেত্রে তাদের থাকার অনুমতি দেওয়া হয়।' 

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২,৫০০ জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক ভারতীয় অভিবাসীকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 'দ্য গার্ডিয়ান'-এর একটি প্রতিবেদন অনুসারে, আমেরিকা এখন কেবলমাত্র তাদের দেশের শিশুদের উপর বেশি মনোযোগ দিতে চাইছে। 

তবে এই বিষয়টি তখনই সামনে আসে যখন জানা যায়, অনেক ভারতীয়  অপ্রাপ্তবয়স্ক আমেরিকার সীমান্তে বসবাস করছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ৭৭ জন ভারতীয় নাবালক মার্কিন সীমান্তে ধরা পড়ে। 

তথ্য থেকে আরও জানা যায়, ৭৭ জনের মধ্যে ৫৩ জনকে মেক্সিকোর দক্ষিণ সীমান্তে আটক করা হয়েছিল। ২২ জনকে কানাডা থেকে সীমান্ত অতিক্রম করার সময়।  

Advertisement

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এপ্রিল ২০২৪ সালের রিপোর্ট অনুসারে, অনুমান করা হচ্ছে যে ২.২ লক্ষ অবৈধ ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩৩২ জনেরও বেশি ভারতীয়কে নির্বাসিত করা হয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement