Advertisement

US Iran News: মার্কিন হামলার আশঙ্কা, বাঙ্কারে ঘাপটি মেরে ইরানের খামেইনি: রিপোর্ট

মার্কিন হামলার ভয়। বাঙ্কারে লুকিয়ে আয়াতুল্লাহ খামেইনি। তেহরানে মাটির নিচে গোপনে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।

তেহরানে মাটির নিচে গোপনে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তেহরানে মাটির নিচে গোপনে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 2:29 PM IST
  • তেহরানে মাটির নিচে গোপনে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
  • একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।
  • রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা থেকেই লুকিয়ে আছেন খামেইনি।

মার্কিন হামলার ভয়। বাঙ্কারে লুকিয়ে আয়াতুল্লাহ খামেইনি। তেহরানে মাটির নিচে গোপনে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা থেকেই লুকিয়ে আছেন খামেইনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-US সম্পর্ক তলানিতে। সেদেশের খুব কাছেই মার্কিন সেনাবাহিনী পজিশন নিয়েছে বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায় হামলার আশঙ্কায় ভুগছে ইরান। 

প্রতিবেদন অনুযায়ী, ইরানে এহেন বেশ কিছু বাঙ্কার রয়েছে। মাটির বেশ গভীরে এগুলি। সেখানে বেশ কিছুদিন থাকার মতো রসদ রয়েছে। প্রতিটি বাঙ্কার একে অপরের সঙ্গে টানেল দিয়ে যুক্ত। এগুলি মাটির এতটাই নিচে যে, উপরে বোমা পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হবে না।

খামেইনিকে তেমনই এক গোপন স্থানে রাখা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে তাঁর অনুপস্থিতিতে কাজকর্ম সামলাচ্ছেন তাঁর ছেলে মাসুদ খামেইনি। বাবার নির্দেশ পৌঁছে দিচ্ছেন সরকারি আধিকারিকদের।

এর আগেও, ট্রাম্প প্রশাসন ইরানের সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল। ইরানে গণঅভ্যুথান চলছে।দেশের ভিতরে সেই বিক্ষোভ দমন করা হলে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।  

Read more!
Advertisement
Advertisement