Advertisement

Giorgia Meloni: ফের সিঙ্গল জর্জিয়া মেলোনি, পার্টনারের সঙ্গে ব্রেক-আপ ইতালির প্রধানমন্ত্রীর

আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার তিনি জানান, তাঁর পার্টনার টিভি সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি টেলিভিশনে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন আন্দ্রেয়া গিয়ামব্রুনো।

জর্জিয়া মেলোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2023,
  • अपडेटेड 4:48 PM IST
  • আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
  • শুক্রবার তিনি জানান, তাঁর পার্টনার টিভি সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।
  • সম্প্রতি টেলিভিশনে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন আন্দ্রেয়া গিয়ামব্রুনো।

আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার তিনি জানান, তাঁর পার্টনার টিভি সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি টেলিভিশনে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন আন্দ্রেয়া গিয়ামব্রুনো।

জর্জিয়া মেলোনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, 'আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় ১০ বছরের সম্পর্কের এখানেই ইতি। বেশ কিছুদিন ধরেই আমরা ভিন্ন পথে হাঁটতে শুরু করেছি। অবশেষে সেই সত্য স্বীকার করে নেওয়ার সময় এসে গিয়েছে।' 

জর্জিয়া-আন্দ্রেয়ার একটি সাত বছরের মেয়ে রয়েছে।

আন্দ্রেয়া গিয়ামব্রুনো মিডিয়াসেটের প্রচারিত এক প্রোগ্রামের সংবাদ উপস্থাপক। 

চলতি সপ্তাহে, মিডিয়াসেটের এক শোতে গিয়ামব্রুনো প্রোগ্রামের অফ-এয়ারের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, তিনি অশ্লীল ভাষা ব্যবহার করছেন এবং একজন মহিলা সহকর্মীর দিকে ঘনিষ্ঠ হচ্ছেন। 

তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'তোমার সঙ্গে আমার আরও আগে আলাপ হল না কেন?'

বৃহস্পতিবার প্রচারিত দ্বিতীয় এবং আরও স্পষ্ট রেকর্ডিংয়ে, আন্দ্রেয়া  গিয়ামব্রুনোকে এক সম্পর্কের বিষয়ে গর্ব করতে শোনা যাচ্ছে। মহিলা সহকর্মীদের বলতে শোনা যাচ্ছে, তাঁরা যদি গ্রুপ সেক্সে অংশ নেন, তবেই তাঁরা তাঁর হয়ে কাজ করতে পারবেন।

এর আগেও আন্দ্রেয়া গিয়ামব্রুনো গত অগস্টে বিতর্কে জড়িয়ে পড়েন। সেই সময়ে এক গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকেই দায়ী করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 

তিনি বলেছিলেন, 'আপনি যদি নাচতে যান, তবে আপনার মাতাল হওয়ার অধিকার রয়েছে। তাতে কোনও ভুল বোঝার এবং কোনও ধরণের সমস্যা হওয়ার কথা নয়। তবে আপনি যদি মাতাল হওয়া এড়াতে পারেন, তাহলে সমস্যায় পড়া বা নেকড়ের শিকার হওয়া থেকেও বাঁচতে পারবেন।' টিভি অনুষ্ঠানে এমন বলার পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিন্দার ঝড় শুরু ওঠে। 

Advertisement

মেলোনি সেই সময়ে বলেছিলেন, তাঁর সঙ্গীর মন্তব্য দিয়ে তাঁর বিচার করা ঠিক নয়। ভবিষ্যতে তিনি তাঁর আচরণ সম্পর্কে কোনও প্রশ্ন উঠলে তার উত্তর দেবেন না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement