Advertisement

Vladimir Putin: 'আসল পুতিন মৃত্যুশয্যায়, দেশ চালাচ্ছে ডামি,' চাঞ্চল্যকর দাবি মার্কিন মিডিয়ার, হাসছে ক্রেমলিন

ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবনতির খবর 'গুজব'। এমনটাই জানাল রুশ সংবাদমাধ্যম ক্রেমলিন। সম্প্রতি একাধিক পশ্চিমী সংবাদমাধ্যমে দাবি করা হয়, গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁর অনুপস্থিতিতে, পুতিনের 'বডি ডাবল' সব জায়গায় প্রক্সি দিচ্ছে। আসলে পুতিনের অসুস্থতার খবর চেপে যাওয়া হচ্ছে বলে দাবি করা হয়। কিন্তু এগুলি 'অযৌক্তিক' বলে উল্লেখ করেছে রাশিয়ার রাষ্ট্রচালিত সংবাদসংস্থা। 

ভ্লাদিমির পুতিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2023,
  • अपडेटेड 4:49 PM IST
  • ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবনতির খবর 'গুজব'। এমনটাই জানাল রুশ সংবাদমাধ্যম ক্রেমলিন।
  • সম্প্রতি একাধিক পশ্চিমী সংবাদমাধ্যমে দাবি করা হয়, গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট।
  • তাঁর অনুপস্থিতিতে, পুতিনের 'বডি ডাবল' সব জায়গায় প্রক্সি দিচ্ছে। আসলে পুতিনের অসুস্থতার খবর চেপে যাওয়া হচ্ছে বলে দাবি করা হয়।

ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবনতির খবর 'গুজব'। এমনটাই জানাল রুশ সংবাদমাধ্যম ক্রেমলিন। সম্প্রতি একাধিক পশ্চিমী সংবাদমাধ্যমে দাবি করা হয়, গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁর অনুপস্থিতিতে, পুতিনের 'বডি ডাবল' সব জায়গায় প্রক্সি দিচ্ছে। আসলে পুতিনের অসুস্থতার খবর চেপে যাওয়া হচ্ছে বলে দাবি করা হয়। কিন্তু এগুলি 'অযৌক্তিক' বলে উল্লেখ করেছে রাশিয়ার রাষ্ট্রচালিত সংবাদসংস্থা। 

রাশিয়ার এক টেলিগ্রাম চ্যানেলেই সবার আগে পুতিনের অসুস্থতার রিপোর্ট ছড়িয়ে পড়ে। এর পরেই পশ্চিমী সংবাদ সংস্থাগুলি সেই খবর প্রচার করতে শুরু করে। দাবি করা হয়, রবিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের। 

অবশ্য এই প্রথম নয়। ২০২২ সাল থেকেই বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বছর ৭১-এর রুশ প্রেসিডেন্ট বেশ অসুস্থ। ক্যান্সার এবং পারকিনসন রোগ রয়েছে।  পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, রাশিয়ায় দোর্দন্ডপ্রতাপ, আদর্শ, শক্তিশালী পুরুষের একটি 'ইমেজ' তৈরি করেছেন পুতিন। অসুস্থতা বা দুর্বলতার খবর তাই গোপন রাখেন তিনি। যদিও রাশিয়া একাধিকবার এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে। 

পুতিনের কি ডামি ব্যবহার করা হয়?
২০২০ সালে এক সাক্ষাত্কারে এই নিয়ে ভ্লাদিমির পুতিনকে সরাসরি প্রশ্ন করেন এক সাংবাদিক। সেই সময়ে বডি ডাবলের কথা হেসে উড়িয়ে দেন তিনি। তবে তিনি এটিও বলেন যে, বর্তমানে না থাকলেও, অতীতে তাঁর নিরাপত্তার স্বার্থে ডামি ব্যবহারের কথা ভাবা হয়েছিল। 

এই ডামি বা বডি ডাবল কী? ধরুন এমন কোনও ব্যক্তিকে খুঁজে বের করা হবে, যিনি পুতিনের মতোই হুবহু দেখতে। প্রয়োজনে কসমেটিক সার্জারি, চুলের ছাঁট, মেকআপও করা হল। সেই সঙ্গে আচার-আচরণেও তাঁকে তালিম দেওয়া হল। এরপর সেই ব্যক্তিই সমস্ত পাবলিক ইভেন্টে গেলেন। আসল পুতিন রইলেন নিরাপদে, পর্দার আড়ালে। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, পুতিন নাকি এমনটাই করে থাকেন। যদিও তিনি নিজে এটি অস্বীকার করেছেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement