Advertisement

বড়দিনের আগে বন্দুকবাজের গুলিতে নিহত ১০, অস্ট্রেলিয়ার পর সাউথ আফ্রিকায় ভয়াবহ হামলা

অস্ট্রেলিয়ার সিডনি বিচের পর এবার ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। তবে জোহানেসবার্গের মূল এলাকায় নয় বরং শহরের উপকন্ঠে একটি সরাইখানার কাছে এই হামলা চালানো হয়েছে।

বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ১০বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ১০
Aajtak Bangla
  • জোহেন্সবার্গ,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 12:01 PM IST
  • বন্দুকবাজের গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
  • রাস্তার কিছু পথচারীকে আচমকাই গুলি করে এক ব্যক্তি।
  • যে এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেটি মূলত সোনার খনি এলাকা।

বড়দিনের আগে ফের বন্দুকবাজের ভয়াবহ হামলা। অস্ট্রেলিয়ার সিডনি বিচের পর এবার ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। তবে জোহানেসবার্গের মূল এলাকায় নয় বরং শহরের উপকন্ঠে একটি সরাইখানার কাছে এই হামলা চালানো হয়েছে। 

 স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দুকবাজের গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জখম হয়েছেন আরও ১০ জন। পুলিশের তরফে জানানো হয়েছে, রাস্তার কিছু পথচারীকে আচমকাই গুলি করে এক ব্যক্তি। তবে কী কারণে এমন ঘটনা ঘটানো হল, সে সম্পর্কে পুলিশও নিশ্চিত নয়। পাশাপাশি নিহতদের মধ্যে কারও পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে বড়দিনের আগে, এমন হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, যে এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেটি মূলত সোনার খনি এলাকা। তবে বেকারসডালের ওই অঞ্চলে মূলত দরিদ্র শ্রেণির মানুষের বাস। ঘটনাস্থলের কাছেই একটি জায়গায় অবৈধ মদও বিক্রি হচ্ছিল। ফলে এটি কোনও আকস্মিক ঘটনা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে, বন্দুকবাজকে পাকড়াও করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলা চালায়। ওই ঘটনায় তিন বছরের এক শিশুসহ মোট ১২ জন নিহত হয়েছিল। ফলে সেই হিসেবে দক্ষিণ আফ্রিকায়  এই নিয়ে দু'বার বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল। 

অন্যদিকে, আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে এলোপাথাড়ি গুলি চালায় দুই পাকিস্তানি ব্যক্তি। সেই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 

Read more!
Advertisement
Advertisement