Advertisement

Kim Jong un: কিমের মেয়ের নামে নাম রাখলেও শাস্তি, নয়া ফতোয়া উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের দ্বিতীয় সন্তান জু-আয়ের নামের সঙ্গে মিল রেখে অন্য কোনো মেয়ের নাম রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। শুধু তাই নয়, এমনকি শাসক কন্যা যে পোশাক পরিধান করে, সেটা অনুকরণ করাও দণ্ডনীয় অপরাধ বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Feb 2023,
  • अपडेटेड 1:09 PM IST
  • উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের দ্বিতীয় সন্তান জু-আয়ের নামের সঙ্গে মিল রেখে অন্য কোনও মেয়ের নাম রাখা যাবে না বলে ঘোষণা করেছে দেশটির প্রশাসন।
  • শুধু তাই নয়, শাসক কন্যা যে পোশাক পরবে, তাও অনুকরণ করাও দণ্ডনীয় অপরাধ বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের দ্বিতীয় সন্তান জু-আয়ের নামের সঙ্গে মিল রেখে অন্য কোনও মেয়ের নাম রাখা যাবে না বলে ঘোষণা করেছে দেশটির প্রশাসন। শুধু তাই নয়, শাসক কন্যা যে পোশাক পরবে, তাও অনুকরণ করাও দণ্ডনীয় অপরাধ বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উত্তর কোরিয়ায় পর্নোগ্রাফি দেখা দণ্ডনীয় অপরাধ। পুরুষদের চুলের ছাঁট একই রাখতে হবে। কিম জন উং যে ছাঁটে চুল কাটান, সেই ছাঁটই সবার জন্য বরাদ্দ। প্রায় প্রতি বছরই কিছু না কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করে তাঁর সরকার। এবার অন্য একটি ফতোয়া জারি করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এ বার সে দেশের নাগরিকদের ওপর সন্তানের নাম রাখা ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছেন বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।

রেডিও ফ্রি এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ কিম জং উনের মেয়ের নাম জু আয়ে। ওই একই নাম কেউ রাখতে পারবেন না সেখানে। ইতিমধ্যেই যারা তাঁদের কন্যাসন্তানের ওই নামকরণ করেছেন, তাঁদের নাম পাল্টে ফেলতে বাধ্য করছে দেশটির সরকার।

আরও পড়ুন

উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক সাম্প্রতিক নির্দেশিকায় জানিয়েছে, কিমের কন্যা জু আয়ের নামে কোনও নাগরিক তাঁদের কন্যাসন্তানের নাম রাখতে পারবেন না। এমনকি, ইতিমধ্যেই যাঁরা কিম-কন্যার নামে নিজেদের কন্যাসন্তানের নাম রেখে ফেলেছেন, তাঁদের নির্দিষ্ট সরকারি হলফনামা জমা দিয়ে দ্রুত নাম বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে! যেমন, কিমের ফরমান অনুযায়ী কিমের নামে কারও নাম রাখা যায় না।

জানা গেছে, উত্তর কোরিয়ায় একটি ১২ বছর বয়সী কিশোরীর নাম ছিল জু আয়ে। তার বাবা-মাকে মেয়ের নাম পাল্টে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের আমল থেকেই এই ‘প্রথা’ চালু আছে। সেই সময় থেকেই জোর করে পরিবর্তন করানো হত নেতাদের সঙ্গে মিলে যাওয়া নাম। কিমের স্ত্রী সল-জুর নামে কেউ নাম রাখতে পারে না দেশটিতে। এবার সেই তালিকায় জুড়ে গেল মেয়ে জু-আয়ের নাম।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement