Advertisement

Kim Jong: পরমাণু অস্ত্র ইস্যুতে ভারত-সহ ৪ দেশের উপর বেজায় চটলেন কিম জং উন, কেন?

ভারত-সহ ৪ দেশের উপর চটলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোয়াড দেশগুলির নিন্দায় সরব হয়েছেন উত্তর কোরিয়ার শাসক। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সূত্রে খবর, আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন কিম জং উন।

ভারত-সহ ৪ দেশের উপর চটলেন কিম।ভারত-সহ ৪ দেশের উপর চটলেন কিম।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 1:19 PM IST
  • ভারত-সহ ৪ দেশের উপর চটলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।
  • পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোয়াড দেশগুলির নিন্দায় সরব হয়েছেন উত্তর কোরিয়ার শাসক।
  • , আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন কিম জং উন।


ভারত-সহ ৪ দেশের উপর চটলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোয়াড দেশগুলির নিন্দায় সরব হয়েছেন উত্তর কোরিয়ার শাসক। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সূত্রে খবর, আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন কিম জং উন। 

শুধু তাই নয়, সাইবার হামলা নিয়ে ভুয়ো প্রচারের জন্য আমেরিকাকে একহাত নিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া থেকে সাইবার হামলা চালানো হতে পারে, এমন ভুয়ো তথ্য আমেরিকা বানাচ্ছে বলেও অভিযোগ করেছে কিমের সরকার। 

প্রসঙ্গত, জুলাইয়ের শুরুতে বৈঠকে বসেছিল কোয়াডভুক্ত দেশগুলি। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বসেছিল বৈঠক। সূত্রের খবর, ওই বৈঠকে উত্তর কোরিয়াকে নিয়ে আলোচনা করা হয়। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ করা উচিত বলে জোর দেওয়া হয় বৈঠকে। তার প্রেক্ষিতেই ভারত-সহ কোয়াডভুক্ত দেশগুলির নিন্দায় সরব হয়েছে উত্তর কোরিয়া। 

অন্য দিকে, বৈঠকের পর কোয়াডের পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, কিমের দেশ ক্রমাগত পরমাণু অস্ত্র বানিয়ে চলেছে। যা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিধি লঙ্ঘন করার শামিল বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই এই নিয়ে পাল্টা সরব হল উত্তর কোরিয়া।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে, ব্রিটেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া দাবি করেছিল,  উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বজুড়ে সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলির গোপন পারমাণবিক এবং সামরিক তথ্য চুরি করার চেষ্টা করছে। দাবি করা হয়েছিল যে, কোরিয়ান হ্যাকাররা ভারত, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া এবং জাপান-সহ অনেক দেশকে লক্ষ্য করেছে। 
 

Read more!
Advertisement
Advertisement