Advertisement

Women Married: ছেলের বন্ধুকে বিয়ে করলেন ৪২ বছরের মহিলা, কীভাবে প্রেম-ঘনিষ্ঠতা ?

৪২ বছর বয়সে প্রেমে পড়লেন ছেলের বন্ধুর। এবং বিয়েও করলেন। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ৪ সন্তানের মা ওই মহিলা। জোসু নামে একটি ২৪ বছরের তরুণকে বিয়ে করেছেন তিনি। তানিয়া নামে ওই মহিলা জোসুর সঙ্গে ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০১৮ সালে তাদের দেখা হয়েছিল। তখন জোসুর বয়স ছিল ২১ বছর। তানিয়ার দুই ছেলে জোসুর বাড়িতে ভিডিও গেম খেলতে যেত। সেখান থেকেই তানিয়ার সঙ্গে প্রেম জোসুর।

ওই অ-সমবসয়ী দম্পতি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 Mar 2023,
  • अपडेटेड 12:33 PM IST
  • ৪২ বছর বয়সে প্রেমে পড়লেন ছেলের বন্ধুর।
  • এবং বিয়েও করলেন। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ৪ সন্তানের মা ওই মহিলা।

৪২ বছর বয়সে প্রেমে পড়লেন ছেলের বন্ধুর। এবং বিয়েও করলেন। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ৪ সন্তানের মা ওই মহিলা। জোসু নামে একটি ২৪ বছরের তরুণকে বিয়ে করেছেন তিনি। তানিয়া নামে ওই মহিলা জোসুর সঙ্গে ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০১৮ সালে তাদের দেখা হয়েছিল। তখন জোসুর বয়স ছিল ২১ বছর। তানিয়ার দুই ছেলে জোসুর বাড়িতে ভিডিও গেম খেলতে যেত। সেখান থেকেই তানিয়ার সঙ্গে প্রেম জোসুর।

 সেই প্রেম থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। গত বছর বিয়েও করেন তিনি। যদিও লোকেরা হুমকি দিতে থাকে যে তারা সামাজিক পরিষেবাগুলিতে তাদের সম্পর্কের বিরুদ্ধে অভিযোগ করবে। কিন্তু ওই দম্পতি কোনও সমালোচনায় কান না দিয়ে প্রতিদিনই নিজেদের রোমান্টিক ভিডিও শেয়ার করেন। লোকজন ওই  ভিডিওগুলিতে সমালোচনামূলক মন্তব্যও করে। লোকেরা তানিয়াকে অভিযুক্ত করে যে, সে জোসুকে বোকা বানিয়েছে। লোকজনের মন্তব্যে বিরক্ত হয়ে তানিয়া বলেন, 'যখন আমরা প্রথম দেখা করি, তখন জোসু একজন প্রাপ্তবয়স্ক ছিলেন।

আবার কিছু লোক জোসুকে দোষারোপ করছে। বলছে, তানিয়াকে তাঁর মাথার ওপর ছাদের জন্য ব্যবহার করছেন জোসু। তার বড় ছেলে নিশ্চয়ই বিব্রত বোধ করেছে যে সে জোসুর 'সুগার মামা' হয়ে গেছে। তানিয়া বলেছেন যে তিনি এবং জোসু মানুষের মন্তব্যে কিছু মনে করেন না। মানুষ চায় বা না চায়, উভয়ই সবসময় একসাথে থাকবেন। তিনি বলেছেন যে শুরুতে তার সন্তানদের অদ্ভুত মনে হয়েছিল কিন্তু এখন তারাও জোসুর সাথে মিশে গেছে। তিনি বলেছেন যে জোসু তার ছেলেদের কাছে বড় দাদার মতো।

আরও পড়ুন-মার্কিন মুলুকে ৩০টি শহরে চুক্তি, নিত্যানন্দের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement