Advertisement

Asim Munir: 'আল্লা আমায় রক্ষাকর্তা বানিয়ে পাঠিয়েছেন' এবার নিজেকে 'আল্লার দূত' বললেন মুনির

এবার নিজেকে আল্লার দূত হিসেবে উল্লেখ করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তাঁর দাবি, কোনও পদের মোহ তিনি করেন না, দেশের সেবক তিনি। ঠিক কী দাবি করেছেন পাক সেনাপ্রধান?

Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 1:02 PM IST
  • নিজেকে আল্লার দূত বলে দাবি মুনিরের
  • বললেন, তাঁর পদের কোনও মোহ নেই
  • দেশের সেবক হিসেবে নিজেকে চিহ্নিত করেন পাক সেনাপ্রধান

ভারতের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিষোদগার করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এবার পাকিস্তানের নাগরিকদের উস্কাতে শুরু করলেন তিনি। 'অপারেশন সিঁদুর'-এর ভারতের হাতে নাক রগড়ে যাওয়ার পরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল পদ দিয়েছেন। এবার আসিম মুনিরের দাবি, আল্লা তাঁকে দূত হিসেবে পাঠিয়েছেন। তিনি রক্ষাকর্তা। কোনও পদের লোভ নেই তাঁর। 

পাক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন, 'দেশের রাজনীতিতে আমার কোনও উচ্চাকাঙ্খা নেই। আমি দেশের সেবক।' কলামনিস্ট সুহেল বহরাইচের প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধাবন আমেরিকা সফরের পর বেলজিয়ামে পৌঁছেছিলেন। সেখানেই ব্যক্তিগত আলাপচারিতায় অনেক কিছু প্রকাশ করেন মুনির। 

ব্রাসেলসে একটি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে আসিম মুনির বলেন, 'আমি একজন সেনা। আমার সবচেয়ে বড় ইচ্ছে দেশের প্রতি নিজেকে সঁপে দেওয়া।'

পাকিস্তানি সেনা কি দেশের গদি পাল্টে দেবে? সাফ অস্বীকার করেছেন আসিম মুনির। কলামনিস্ট সুহেল তাঁর প্রতিবেদনে লেখেন, 'জেনারেল আসিম মুনির ব্রাসেলসের বৈঠকে উল্লেখ করেছেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করে সেনা অভ্যুথানের জল্পনা সম্পূর্ণ মিথ্যা।'

আসিম মুনির আরও বলেন, 'যারা দেশের রাজনৈতিক ব্যবস্থা অস্থির করে তুলতে চাইছে তারাই এই ধরনের জল্পনা রটিয়েছে। আমরা বরাবর আফগানিস্তানের প্রতি সহমর্মিতা দেখিয়েছি। কিন্তু কৃতজ্ঞ হওয়ার বদলে ওরা ভারতের সঙ্গে হাত মিবিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে।'

এখানেই শেষ নয়, আসিম মুনিরের দাবি, পাকিস্তানের কাজে বিরল খনিজ পদার্থের ভাণ্ডার রয়েছে। যার সাহায্যে শীঘ্রই সমস্ত ঋণ শোধ করে তারা বিশ্বের প্রথমসাররির দেশগুলির মধ্যে চিহ্নিত হবে। 

 

Read more!
Advertisement
Advertisement