Advertisement

Bilawal Bhutto: ভারতকে নকল! দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তানও, দায়িত্বে বিলাওয়াল

পাকিস্তানের পর্দাফাঁস করেত ভারতের প্রতিনিধিরা যাচ্ছেন নানা দেশে। সেই পন্থাকে নকল করে এবার দেশে দেশে নিজেদের প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছে পাকিস্তানও। দায়িত্ব দেওয়া হয়েছে বিলাওয়াল ভুট্টোকে। আর কারা রয়েছেন তাঁর টিমে?

Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 18 May 2025,
  • अपडेटेड 10:12 AM IST
  • নয়াদিল্লির মতো এবার দেশে দেশে প্রতিনিধিদল পাঠাতে চলেছে ইসলামাবাদও
  • আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে মরিয়া পাকিস্তান
  • দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে

ভারতের নকল করা থামাচ্ছে না পাকিস্তান। নয়াদিল্লির মতো এবার দেশে দেশে  প্রতিনিধিদল পাঠাতে চলেছে ইসলামাবাদও। 'অপারেশন সিঁদুর'-এর আঘাতে মাজা ভেঙে গেলেও আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে মরিয়া পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সে দেশের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপল্‌স পার্টির নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সেই দায়িত্ব দিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় নিজেই গোটা বিষয়টি জানিয়েছেন বিলাওয়াল। তিনি বলেন,'‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ একটু আগে আমাকে ফোন করেছিলেন। তিনি পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে যাবে এই প্রতিনিধিদল। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সেবা করতে আমি বদ্ধপরিকর।' জানা গিয়েছে, বিলাওয়ালের টিমে রয়েছেন প্রাক্তন মন্ত্রী খুররম দস্তগির খান এবং হিনা রব্বানি খার। এছাড়াও যোগ দেবেন প্রাক্তন বিদেশ সচিব জালিল আব্বাস জিলানি। মূলত বিশ্বের কাছে ভারতকে ভুল প্রমাণিত করাই এই প্রতিনিধি দলের উদ্দেশ্য। 

 

এদিকে, বিশ্বের সামনে ইসলামাবাদের পর্দাফাঁস করতে উদ্যোগী নয়াদিল্লি। এই ইস্যুতে একজোট হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি। ৭ জনের সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে মোদী সরকার। আগামী ২৩ মে থেকে এক সপ্তাহ ধরে চলবে এই সফর। 

 প্রতিনিধিদের তালিকায় রয়েছেন শশী থারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (BJP), সঞ্জয় কুমার ঝাঁ (JDU), বৈজয়ন্ত পাণ্ডা (BJP), কনিমোই করুণানিধি (DMK), সুপ্রিয়া সুলে (শরদ পাওয়ারের NCP) এবং শ্রীকান্ত শিন্ডে (শিবসেনা)। 

রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দল যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন এবং আলজিরিয়া। সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন টিম যাবে ওমান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইজিপ্টে। সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বাধীন দল পৌঁছবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। শশী থারুরের নেতৃত্বাধীন টিম যাবে আমেরিকায়। ৭ সাংসদের নেতৃত্বাধীন এই প্রতিনিধি টিমে থাকবেন অনুরাগ ঠাকুর, অপরাজিতা সারঙ্গি, মণীশ তিওয়ারি, আসাদউদ্দিন ওয়াইসি, অমর সিং, রাজীব প্রতাব রুডি, শমীক ভট্টাচার্য, ব্রিজ লাল, সরফরাজ আমেদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, বিক্রমজিৎ সহানি, সম্বিত পাত্র এবং ভুবনেশ্বর কালিতা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সলমান খুরশিদের নামও অন্তর্ভূক্ত করা হয়েছে এই প্রতিনিধি দলে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দেওয়া হলেও খারিজ করেছেন তিনি। জানিয়েছেন, স্বাস্থ্য সম্পর্কিত কারণে তিনি এই প্রতিনিধি দলে থাকতে পারছেন না। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement